আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশেরে ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র, জীবন্ত কিংবদন্তী, এক অবিস্মরনীয় জাজ্জল্যমান তারকা, সবার জন্যে অনুকরনীয় উদাহরণ, যার নাম শুনলে বোলাররা কাঁপে, যার পদচারনায় এই ক্রিকেট বিশ্ব উদ্ভাসিত

ব্লগে অনিয়মিত।

বাংলাদেশেরে ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র, জীবন্ত কিংবদন্তী, এক অবিস্মরনীয় জাজ্জল্যমান তারকা, সবার জন্যে অনুকরনীয় উদাহরণ, যার নাম শুনলে বোলাররা কাপে, যার পদচারনায় এই ক্রিকেট বিশ্ব উদ্ভাসিত হয়, যিনি না থাকলে আজকের ক্রিকেট স্ব্য়ংসম্পূ্র্ণ হতো না, যার অবদান বাংলাদেশের ক্রিকেটকে নিয়ে গেছে এক অসাধারন উচ্চতায়, সেই দমকা হাওয়া সেই আশরাফুলকে ওয়েষ্টইন্ডিজের বিপক্ষে দলে না নিলে বাংলাদেশ হেরে যাওয়ার সম্ভাবনা ১০০%। ব্যাপক গবেষনা করে এই ধারনার পক্ষে অন্তত ৭ টা কারন আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের জানা আরো ৫/৬ টা কারন জানা থাকলে উ্লেখ করুন। ১> ওয়েষ্টইন্ডিজের খেলোয়াড়দের প্রায় সবাই ৬ ফুট করে উচালম্বা।

৪ ফুটি আশরাফুল যখন ৩৫ কিমি/ঘন্টা স্পীডের "আম বল" করবে সেইটা গরাগরি কইরা অথবা ২/৩ বাউন্স খাইয়া ব্যাটের নিচ দিয়া স্ট্যাম্পে হিট করবে। ২> এই ধরাধামে শুধু ২ জন কম উচ্চতার প্লেয়ারই নাম কামাইতে পারছে, তার একজন টেন্ডুলকার আর একজন আশরাফুল। ওয়েষ্টইন্ডিজের বোলাররা তাকে টেন্ডুলকার মনে করেই বল করবে আর বিভ্রান্ত হবে, সেই সুযোগে আমাদের নয়নমনি রানের বন্যা বইয়ে দিবে। ৩> কোন ধরনের বল করলে আশরাফুল আউট হবে, বিশ্বের কোন বোলারেরই তা জানা নাই, ওয়েষ্টইন্ডিজের লম্বা লম্বা বোলাররা এইটা চিন্তা করতে করতেই মনসংযোগ হারিয়ে উল্টাপাল্টা বল করবে যেটা আমাদের রানের বন্যা করতে সহায়ক হবে। ৪> ওয়েষ্টইন্ডিজের লম্বা লম্বা বোলাররা যখন গুড লেন্থ বল করবে সেইটা আশরাফুলের মাথার উপর দিয়া চলে যাবে, আমরা ওভারপ্রতি অন্তত ২ টা করে নো বল পাবো, এবং নির্ধারিত সময়ে বোলিং শেষ করতে না পারায় তাদের কমপক্ষে ৫ ওভার জরিমানা হবে, যাহা আমাদের জয়ে ব্যাপক ভূমিকা রাখবে।

৫> আশরাফুল যখন লেগ স্পিন বল করবে সেটা বামহাতি ওয়েষ্টইন্ডিয়ান ব্যাটসম্যানের জন্য অফস্পিন হয়ে যাবে। আর বামহাতি ব্যাটসম্যানেরা সবসময়ই অফস্পিনের বিপক্ষে অসহায় তাতো আর বলার অপেক্ষা নাই। ৬> আশরাফুলের ব্রেক ডান্স আমাদের ফিল্ডারদের উজ্জীবিত করায় কোরামিনের কাজ করবে এইটা ঘোরতর আশরাফুল বিরোধীরাও অস্বীকার করবেনা। আর ব্যাটিংয়ের সময়ও যদি ওরকম ডান্স দেয় তাহলে অন্য ব্যাটসম্যানেরাও প্রেরনা পাবে। এই চান্সে যদি আম্পায়াররা ও একটু আধটু প্রেরনা পায় তাহলে ওয়েষ্টইন্ডিজের কোন লেগবিফোর পানি পাবে না।

৭> আশরাফুলের রান করার অনুপাত যেহেতু ১:৭ এবং এশিয়াকাপের পর আর কোন ম্যাচেই ৬ এর বেশী রান করতে পারে নাই, তাই এই ম্যাচে আশরাফুলের একটা বড় রান করার সম্ভাবনা শতভাগ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।