চট্টগ্রাম মেডিক্যাল কলেজে (চমেক) ছাত্রীকে কামড়ে আহত করার অভিযোগে এক শিক্ষার্থীর ছাত্রত্ব সাময়িকভাবে বাতিল করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে চমেক একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় একই কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আল আমীনের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ। চট্টগ্রাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. সেলিম মো. জাহাঙ্গীর এ তথ্য জানান। খবর বিডিনিউজের।
অধ্যক্ষ জানান, একাডেমিক কাউন্সিলের সভায় সহপাঠীকে আহত করার ঘটনা তদন্তে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
তিনি বলেন, প্রতিবেদনের ভিত্তিতেই আল আমীনের ছাত্রত্বের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। রোববার সকালে কলেজের মাইক্রোবায়োলজী বিভাগের হলরুমের সামনে আল আমীন তার সহপাঠী এক ছাত্রীকে ডেকে নিয়ে তার বাম গালে কামড় দিয়ে আহত করে।
ঘটনার পর থেকে আল আমীন পলাতক। আহত ওই ছাত্রীর গালে কসমেটিক সার্জারি করা হয়েছে।
আল আমীনের সঙ্গে ওই ছাত্রীর ‘বিশেষ সম্পর্ক’ ছিল বলে কলেজ অধ্যক্ষ জানিয়েছেন। পাঁচলাইশ থানার ওসি নবজ্যোতি খীসা সন্ধ্যায় বিডিনিউজকে বলেন, আহত ছাত্রীর বাবা বাদি হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।