আমাদের কথা খুঁজে নিন

   

প্রদ্বীপেরই মত মোরে

Momota Jahan

আমারই স্বপনগুলো , ও চোখে তোমার আমি দিয়াছি ছড়ায়ে। তুমি আমারে, স্বপনে ডাকো ঘুমেরও ঘোরে। মনের ও ফাগুন যত, ও মনে তোমার আমি দিয়াছি ঢেলে। আমারে তুমি নিও, রাঙায়ে কোন নতুন রঙের বাহারে। আমারি প্রাণের আলোতে আমি , তোমারি প্রাণ ভরায়ে দিলাম যতনে। কভু আমারে, আলোতে নিও আঁধার ও হতে। তোমারি ব্যথার বাদলে আমি , জীবনপ্রদ্বীপ মোর নিভায়ে দিলাম গোপনে। প্রদ্বীপেরই মত মোরে, জ্বালায়ে নিও জীবন বেলার কোন নিশিজাগাতে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.