আমাদের কথা খুঁজে নিন

   

হামিংবার্ডের সমান গোয়েন্দা বিমান



যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান হামিংবার্ড পাখির আকারের গোয়েন্দা বিমান তৈরি করেছে। এই বিমান শত্রুর চোখ ফাঁকি দিয়ে উড়তে পারে। এর নাম ন্যানো হামিংবার্ড। এর দুটি ডানার বিস্তার সাড়ে ছয় ইঞ্চি, ওজন মাত্র ১৯ গ্রাম। এই বিমান তৈরিতে বিজ্ঞানীদের সময় লেগেছে পাঁচ বছর।

ব্যয় হয়েছে ২৫ লাখ পাউন্ড। এটি ঘণ্টায় ১১ মাইল উড়তে সক্ষম। এর পাশাপাশি ওপরে-নিচে, সামনে-পেছনেসহ যেকোনো পাশে এবং প্রয়োজনে চক্রাকারে ঘুরতে পারে এটি। এর মধ্যে থাকা ক্যামেরা দিয়ে প্রয়োজনীয় ছবিও তুলতে পারবে। ক্যালিফোর্নিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যারো ভাইরনমেন্ট এই গোয়েন্দা বিমান তৈরি করেছে।

প্রতিষ্ঠানটি দাবি করেছে, এই বিমান উদ্ভাবন করার মধ্য দিয়ে তারা প্রযুক্তিগত একটি মাইলফলক স্পর্শ করতে সক্ষম হয়েছে। প্রতিষ্ঠানটির প্রকল্প কর্মকর্তা ক্রিস ফিসার বলেন, ‘আমাদের তরুণ সেনাদের ঘণ্টার পর ঘণ্টা ভিডিও গেমস খেলার অভিজ্ঞতা এই বিমান পরিচালনা করার ক্ষেত্রে খুব কাজে দেবে। ’—এপি অবলম্বনে

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.