কে্উ তো এক বারও বলেনি,কেউতো একবারও ভাবেনি
আমাকে কেউ জিজ্ঞেস করুক তোমার চোখ এতো লাল কেন তোমার নিজের প্রতি এত অযত্ন কেন,আমি যেন বরাবরই এক হাফ ফিনিশ মানুষ,কোন কিছুতেই যেন পরিপাটির ছোয়া নেই,দুই পয়সার মানুষ তাই সারাদিন থাকি ইউনিভার্সিটির মামার চায়ের দোকানে এখন আমি সারাদিন সিগারেটের ধোয়ায় রিং বানাই ,একবার যদি কেউ বলত এ্যাত সিগারেট খাও কেন তুমি,সারাদিন ক্লাস করার পর বিকালে মামার দোকানের চা সিগারেটের বিল মিটিয়ে আলসেতে পাওয়া কুকুরের মতো নিজের হাত-পা টেনটুনে বাইরে বেরিয়ে পরি,রাস্তায় আর সামনের দিকে যখন এগুতে থাকি আর তখন আমার সাথে যোগ দেয় রাস্তার একটি কুকুর সে ঘেউঘেউ করে আমাকে অভিবাদন জানা্য় আর বলে তোমার আর আমার মধ্যে কোনো পাথর্ক্য নেই চল বন্ধু আমরা গলা মিলিয়ে সামনে যাই,আমি যেন ওর মনের কথা বুঝতে পারি আর সায় দেই বলি চল বন্ধু. আর তখন যেন রাজ্যের সব অভিমান এসে মনের মধ্যে দলা পাকিয়ে হাজির হয় বারবার নিজের মন কে বোঝাই ,ততক্ষনে রাস্তার নি্য়ন বাতি গুলো জ্বলে উঠে ,বাসার আলোগুলো জ্বলে উঠে সব কিছু যেন অপরিচিত মনে হয়, যেন সবাই বলছে তোমার মতো মানুষের এই শহরে মানায় না,এসবের প্রতি কোনো কালেই আমার মনযোগ ছিল না,সারাদিন টোটো করে ঘোরার পর অর্ধভুক্ত থাকার পর আমার সেই প্রিয় ডোরায় ফিরি যেখানে আরো কয়েকটা অর্ধভুক্ত ভুত থাকে ,আর আছে আমার প্রিয় বিছানা আর একটা তেল চিটচিটে বালিস,যেখানে আমি ঘুমিয়ে আমি রাজ্য জয় করি,পৃথিবির এক প্রান্ত থেকে অন্যপ্রান্তে ঘুরে বেরাই,নতুন স্বপনের জ্বাল বুনি,
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।