'জীবন' হলো এক কাপ গরম চা আর একটা জ্বলন্ত বেনসনের মতো। গরম চা একসময় জুড়িয়ে যাবে, বেনসনের তামাকও পুড়ে শেষ হয়ে যাবে।
ছবি ব্লগ-১: তাহিরপুর, সুনামগঞ্জ ছবি ব্লগ-২: তাহিরপুর, সুনামগঞ্জ ছবি ব্লগ-৩: তাহিরপুর, সুনামগঞ্জ ছবি ব্লগ-৪: তাহিরপুর, সুনামগঞ্জ
তাহিরপুর ডাকবাংলোর বাইরে থেকে তোলা ছবি। ডাকবাংলোটি পুরনো। আরেকটি ২ রুম বিশিষ্ট ডাকবাংলো আছে, যেটি ঘাটের কাছাকাছি। আমার কাছে ছবির এই বাংলোটিই বেশি ভালো লেগেছে। কারণ, এই বাংলোটির পিছেই শনির হাওড়। ভোর বেলা কফির কাপ হাতে শনির হাওড়ের রূপ দেখলে মনে হবে, তাহিরপুরেই বাকীটা জীবন কাটিয়ে দেই।
শনির হাওড়
শনির হাওড়
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।