আমাদের কথা খুঁজে নিন

   

আমার সাধারন জীবনযাপন



বিশ্ববিদ্যালয় জীবনের শেষ পরীক্ষা দিয়ে ফিরলাম। একটু নেটে ঢুকলাম, একটু এদিক ওদিক ঘাঁটাঘাঁটি। টের পেলাম আমি আর সাধারন নেই, আমার জীবনের সংজ্ঞা পালটে দেয়া হয়েছে। পিছনে ফিরে তাকাই। এই তো সেদিন, ভাবলাম হয় আজ নয়তো কোনদিন নয়।

পরীক্ষার রোগে পেয়েছিল, তাই সেটার আঁচ পড়ল প্রথম জনের উপর। কেন যেন পরীক্ষার সময়টাই সবচে ভাল যায় । পরীক্ষা আজ শেষ,সময়টা ভালই গেল। আবারো সেই পেজে ফিরে যাই। ২২ টি মন্তব্য, ৪ বার পঠিত।

এর মাঝে মনে হয় এগারো বারই আমার পঠিত। কি অদ্ভূত সময় ছিল সেটা! ২ মিনিট পর পর রিফ্রেশ বাটনে আংগুল ! তখনো সাধারন নিরাপদ এসব শব্দের সাথে পরিচয় হয় নাই। ভাবলাম কেউ পাত্তা দিল না, এটা কি হল ! পরের জন আসতে বেশি সময় নিল না, মাত্র চার ঘন্টা। লটারিতে যদি ৪০ লক্ষ টাকা পেয়ে যাই... কিছুটা স্মৃতিচারণ আর কিছুটা নতুন করে লিখতে গেলাম, কোন দিকে গেল কিছুই টের পাই নাই তখন। এর মাঝেই কোন এক সময় হয়তো সাধারন হিসেবে আমার চলাচল শুরু হয়।

একটু সাহস করে ফেসবুকে দিয়ে দিলাম, ফলাফল, আর কয়টা বেশি ক্লিক ! ক্রমানুসারে পোস্ট বলতে যে কোন পাতা আছে আগে সেটা টের পাই নাই। কিন্তু এখন আর উপেক্ষা করার সুযোগ নাই। কারন সেখানে আমার লিখা পাওয়া যায়, যদিও কয়েক সেকেন্ড পর কোন অতলে হারিয়ে যায়, তাতে কি ?? দুই পরীক্ষার মাঝে কোন এক সময়ে লিখলাম পরীক্ষাকালীন ব্লগ:কিভাবে পড়ায় মনোযোগী হবেন । লিখার জন্য মোটামুটি খাটলাম। টের পেলাম বাংলা লিখা যারা পড়তে পারেন, তারা পড়ালেখায় মনোযোগী হতে বিশেষ আগ্রহী নন,অথবা তারা হয়তো ভাবলেন,কবিরাজ যদি বড়লোক হবার তাবিজ দিতে পারে তবে ব্যাটা নিজে ফকির কেন? অকাট্য যুক্তি,হার মেনে নিলাম।

পরের ব্লগটি বাংলালায়ন নিয়ে আমার অভিজ্ঞতা, ভাবলাম একজন ও যদি দেখে শিখে। পোস্টের নামটা ভাল হয়নাই যদিও, বিড়ম্বনায় বাংলালায়ন । ১২৫ বার পঠিত !!! আশাকরি এর মাঝ থেকে অন্তত ১০ জন সিদ্ভান্ত বদল করেছেন ! বাংলালায়ন কে কিছুটা হলেও দেখে নিতে পারলাম ! টিউশানী অভিজ্ঞতা নিয়ে সিরিজ শুরু করলাম,লিখলাম আমার টিউশানী অভিজ্ঞতা-১ । এই লিঙ্কটা ফেসবুকে দিয়েছিলাম, তাই এটা দিয়েই আসলে বাচ্চা ব্লগার হিসেবে চেনা মানুষের কাছে আর একবার পরিচিত হলাম। তারা দেখলাম অনেক মজা পেল?(কারন টা কি ছাত্রী নিয়ে গল্প এই জন্য?) এর লেজ ধরে এল আমার টিউশানী অভিজ্ঞতা-২ ।

পুরানো দিনগুলির কথা আবারো মনে পড়ল। গল্পগুলো যতটা অন্যদের বলেছি হয়তো তারচেয়ে বেশি বলেছি নিজেকে। এর মাঝে খেয়াল করলাম শুরুতে ব্লগে হিট আর কমেন্ট নিয়ে যে উত্তেজনা ছিল তা কিছুটা কমে এসেছে। পিছনে ফিরে তাকাই। এইতো সেদিন।

সাধারন হবার মজা অনেক তো নিলাম, আর নিতে চাই না। অসাধারন হয়েই চালিয়ে যেতে চাই... আর কয়েক সেকেন্ড ! আমার ব্লগ সংকলিত পাতায় সবার উপরে দেখা যাবে ? আসলেই কি? যাই দেখে আসি । (এটাকে অনেকে আগের লিখার অ্যাডভারটাইজ ভাবতে পারেন, আসলে এটা তাই!রিপোস্ট করতে ভাল লাগে না)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.