আমরা মাইক্রোসফট অপারেটিং সিস্টেম ব্যবহার করি। হতে পারে সেটা XP, Win7 অথবা Win8। সবগুলো সিস্টেমেই ইংরেজি ভাষায় কিন্তু মাইক্রোসফট এবার আপনাকে সুযোগ দিচ্ছে আপনার কম্পিউটারের ভাষা পারিবর্তন করে বাংলায় রূপান্তর করার। এর ফলে যেকেউই মাইক্রোসফটের ওয়েব সাইটে গিয়ে বাংলা ফন্টটি ডাউনলোড করে ইনেস্টল করে কম্পিউটারে বাংলা পেতে পারেন। শুধু বাংলাই মাইক্রোসফট আরও বেশ কয়েকটি ভাষা দিয়েছে হিন্দি, চায়নিজ ইত্যাদি। আপনাকে যা করতে হবে Languages pack এখান থেকে আপনার উইনন্ডোজ অনুযায়ী পছন্দের ভাষাটি নির্বাচন করুন। ডাউনলোড অপশনে ক্লিক করুন এবং ইনেস্টল করুন। ভাল লাগলে কমেন্টস করে উৎসাহিত করুন।
যদি আপনি বাংলা ফন্ট মিডিয়া-ফায়র থেকে ডাউনলোড করতে চান তাহলে ক্লিক করুন ডাউনলোড করুন মিডিয়া ফায়ার থেকে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।