টপ অফ মাইন্ড এর ডিজিটাল কনসার্ন মেলোনেডস সম্প্রতি বাংলাদেশের প্রথম এবং বৃহত্তম ডিজিটাল অ্যাডভারটাইজিং নেটওয়ার্ক- জি অ্যান্ড আর টেকনোলজিস’র সঙ্গে একটি অথোরাইজড্ এজেন্সি প্রোগ্রাম (এএপি) স্বাক্ষর করেছে।
জি অ্যান্ড আর টেকনোলজিস এর এই অথোরাইজড্ এজেন্সি প্রোগ্রামটি সম্পূর্ণ নতুন একটি প্রোগ্রাম যেখানে কিছু নির্দিষ্ট সংখ্যক এজেন্সির সাথে প্রিমিয়াম রিসেলার পার্টনারশিপ হবে। এএপি জি অ্যান্ড আর অ্যাড নেটওয়ার্কের পক্ষ থেকে অনলাইন বিজ্ঞাপন ও অন্যান্য অনলাইন পণ্য ও সেবাসমূহ বিক্রয় করবে।
অনুষ্ঠানে জি অ্যান্ড আর এর পক্ষ থেকে, হেড অফ সেলস্ অ্যান্ড মার্কেটিং মিরজা সালমান হোসেন বেগ এবং সিনিয়র বিজনেস ডেভেলাপমেন্ট ম্যানেজর জনাব লুৎফি চৌধুরী এবং মেলোনেডস ’র পক্ষ থেকে, ডিরেক্টর, প্ল্যানিং সায়েদা উম্মে সালমা (ঝুমুর), প্ল্যানিং স্পেশালিস্ট রাশেদুল মজিদ মামুন এবং ম্যানেজার, অ্যাপ্লিকেশন অ্যান্ড এনালাইটিক্স শাহারিয়ার এম হাসান উপস্থিত ছিলেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।