আমাদের কথা খুঁজে নিন

   

এইচটিসির মুনাফা অর্জনে ধস

তাইওয়ানের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান এইচটিসির রাজস্ব গত প্রান্তিকের তুলনায় ৩০ শতাংশ কমতে পারে। বিপণন শক্তিশালী করতে কয়েক দিন আগে হলিউডের অভিনেতা রবার্ট ডাওনি জুনিয়রের সঙ্গে চুক্তি করেছে এইচটিসি। খবর রয়টার্সের। উচ্চপ্রযুক্তির স্মার্টফোনের বাজারে তীব্র প্রতিদ্বন্দ্বিতা তৈরি হওয়ায় এইচটিসিকে এ অবস্থায় পড়তে হচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে, স্মার্টফোনের বাজারে শীর্ষ প্রতিষ্ঠান দক্ষিণ কোরিয়ার স্যামসাং ও মার্কিন প্রতিষ্ঠান অ্যাপলের সঙ্গেই এইচটিসির মূল প্রতিদ্বন্দ্বিতা।

এ বছর প্রতিষ্ঠানটি শীর্ষ জনপ্রিয় ডিভাইস এইচটিসি ওয়ানের নতুন সংস্করণ বাজারে আনতে খানিকটা বিলম্ব করে। বিষয়টি তাদের নাজুক পরিস্থিতির কথাই তুলে ধরে। চলতি প্রান্তিকে মুনাফা কমারও আশঙ্কা করছে জনপ্রিয় এ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান। কয়েক প্রান্তিক ধরেই অপ্রতুল মুনাফা নিয়ে অসন্তুষ্ট এইচটিসি। এ বছরের দ্বিতীয় প্রান্তিকে নেট মুনাফা হয় ১২৫ কোটি তাইওয়ানিজ ডলার।

যা ধারণার চাইতে অনেক কম। প্রথম প্রান্তিকেও মুনাফা রেকর্ড পরিমাণ কমে যায়। ওই সময়ে ক্যামেরা যন্ত্রাংশ নিয়ে ঝামেলা হওয়ায় এইচটিসি ওয়ানের নতুন সংস্করণ বাজারে আনতে দেরি হয়। জানা গেছে, এবার বিপণনে আরো বেশি মনোযোগী হচ্ছে এইচটিসি। তারা মডেল হিসেবে আয়রনম্যান খ্যাত রবার্ট ডাওনি জুনিয়রের সঙ্গে চুক্তি করেছে।

এজন্য গুনতে হয়েছে ১ কোটি ২০ লাখ ডলার।

সোর্স: http://news.techzoom24.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।