বাপ্পা মজুমদার, কনা, মাহাদী, এলিটা ও কোনাল—সবাই তাঁদের আধুনিক গানের শিল্পী হিসেবেই চেনেন। তবে মাঝেমধ্যে তাঁরা অন্য ধারার গানও করে থাকেন। এবার টিভির এক অনুষ্ঠানে তাঁরা সবাই রবীন্দ্রসংগীত নিয়ে হাজির হবেন। চ্যানেল আইয়ের জন্য নির্মিতব্য রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে গান করার পাশাপাশি এর পরিকল্পনা ও উপস্থাপনা করবেন কোনাল।
জানা গেছে, নাম ঠিক না হওয়া এ অনুষ্ঠানের স্টুডিও ধারণকাজ এ মাসের শেষ দিকে করা হবে।
কোনাল জানান, ‘দর্শক-শ্রোতাদের সবাই আমাদের এক ধারার গান করতে দেখে অভ্যস্ত। তবে আমাদের সবাই কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে আলাদাভাবে রবীন্দ্রসংগীত গেয়ে থাকি। তাই মনে হলো, সবাই একসঙ্গে একটি অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত পরিবেশন করলে তো মন্দ হয় না। আমি মনে করি করি, এতে করে রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টির প্রতিও শ্রদ্ধা নিবেদন করা হবে। ’
কনা বলেন, ‘বিচ্ছিন্নভাবে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন সময় রবীন্দ্রসংগীত গেয়েছি।
চ্যানেল আইয়ের এ অনুষ্ঠানে যেসব শিল্পী গান করবেন, তাঁরা সবাই আমার অনেক প্রিয়। এক অনুষ্ঠানে এতগুলো প্রিয় মানুষ রবীন্দ্রসংগীত গাইব, ভাবতেই ভালো লাগছে। ’
এলিটা বলেন, ‘আমি কিন্তু রবীন্দ্রসংগীতের শিল্পী নই। তবে বিভিন্ন অনুষ্ঠানে রবীন্দ্রনাথের ‘আজ জোছনা রাতে’ গানটি গাওয়া হয়। গানটি আমার অনেক পছন্দের।
রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে রবীন্দ্রনাথের গান নিয়ে দর্শক-শ্রোতাদের সামনে উপস্থিত হতে পারাটা আমার জন্য অনেক গর্বের বিষয় বলে মনে করছি। ’
মাহাদী বলেন, ‘ছোটবেলা থেকেই আমি উচ্চাঙ্গসংগীতের চর্চা করেছি। তবে রবীন্দ্রসংগীতও আমার অনেক পছন্দের। কিন্তু সেই অর্থে টিভি অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত গাওয়াই হয়নি। আর তাই রবীন্দ্রজয়ন্তীর এ অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত গাওয়ার প্রস্তাব পেয়ে ভালোই লেগেছে।
আশা করছি অনেক ভালো একটি অনুষ্ঠান হবে। ’
অনুষ্ঠানটি প্রযোজনা করবেন অনন্যা রুমা। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।