যাহা বলি সত্য বলি....
প্রভা, তাকে নিয়ে আলাদা ভূমিকার প্রয়োজন নেই। ২২ বছর বয়সী এ অভিনেত্রীর প্রেম-বিয়ে নিয়ে আরও কিছু অনৈতিক কাজের জন্য মানুষের কাছে তার নাম উচ্চারণ করতেও খারাপ লাগে। তার মতো এমন বাজে অবস্থায় যেমনটা সাহস আর আত্ববিশ্বাস নিয়ে সে যে বেচে আছে এটা খুবই ভালো একটা ব্যাপার আমাদের মেয়েদের জন্য। যেখানে পরীক্ষায় ফেল করে বা ইভটিজিংয়ের শিকার হয়ে একটি স্কুল ছাত্রী আত্বহত্যার পথ বেছে নেয় সেখানে অভিনেত্রী তার চেয়েও অনেক খারাপ কাজ করেও সমাজে তার স্থান নেই জানার পরেও মানসিকভাবে এখন ভালো আছেন জেনে ভালেঅ লাগলো।
কিন্তু তার চুপ থাকাটাই শ্রেয় ছিল।
তার নামে পত্র পত্রিকা যে যেভাবে পেরেছে, লিখেছে। হয়তো যতটা সমালোচনা রাজিবের বিরুদ্ধে করা উচিত ছিল ,তা হয়তো আমরা কেউ বা মিডিয়া করেনি। সে প্রসঙ্গ থাক। একপর্যায়ে সব কিছু বন্ধ হয়ে গেছে।
এখন নতুন করে প্রভা নিজেই সংবাদপত্র অফিসে ফোন করে নানা কথা বলা শুরু করেছেন।
এটা যে তার কৃতকর্মের কথা আরও নতুন প্রজন্মকে জানাতে সহায়তা করবে তা বলাই বাহুল্য।
সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, প্রভা বিগত সাত মাস যাবত যেমন ছিলেন এখন তার চেয়ে অনেকটা ভালো আছি। আমরাও চাই ভালেঅ থাকুন। জীবনকে নিয়ে নতুন করে ভাবতে শুরু করুন। কি›তু নিজের আর ঢাক ঢোল পিটিয়ে নয়।
অভিনয়ে যেমন খুবই ভালো করেছিলেন, এবার অনেকটা গোপনে থেকে নিজের অবস্থান শক্ত করুন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।