আমাদের কথা খুঁজে নিন

   

জরুরি সাহায্য পোস্টঃ ল্যাপটপ কিনবো, কত টাকা লাগবে?

I realized it doesn't really matter whether I exist or not.

আমার বিদেশি বস (যার জন্য হালকা-পাতলা কাজ করি) মাত্র ইমেইল করে জানালো আমার পেমেন্ট ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠানোর জন্য জরুরি তথ্য পাঠাতে। সঙ্গে ল্যাপটপ কিনতে কত টাকা লাগবে তাও জানতে চেয়েছেন। আমার পেমেন্ট ৪০০ ডলার (৭০ টাকা/ডলার রেটে ২৮ হাজার টাকা)। আগেই কথা হয়েছিল আমার ল্যাপটপ কেনা নিয়ে। আমি এক সপ্তাহে ৩৫০ ডলারের কাজ করায় খুশি হয়ে তিনি বলেছিলেন আমার ল্যাপটপ কেনার সুবিধার্থে অগ্রিম টাকা দিয়ে দিবেন।

যেই সূত্রেই এই পোস্ট। আমি প্রাথমিকভাবে জানিয়েছিলাম ৬০০ ডলারের নিচে (৪২ হাজার টাকা) বাংলাদেশে ভালো কোনো ল্যাপটপ নেই। তিনি ডেল ইনস্পিরনের একটা ল্যাপটপ দেখালেন যেটার দাম পড়বে ৫০০ ডলার। অর্থাৎ, বাংলাদেশে ৩৫ হাজার টাকা। কিন্তু রায়ানস কম্পিউটারস-এর সাইট ঘেঁটে দেখলাম সেটার দাম ৫৫ হাজার টাকা।

যাই হোক, উনি আবার জানতে চেয়েছেন কত টাকা লাগবে। আর আমি জানতে চাচ্ছি আপনাদের কাছে, আসলেই কত টাকা লাগবে। যেসব সুবিধা থাকা চাই - পারফরম্যান্স। পারফরম্যান্স। পারফরম্যান্স।

স্লো হলে মেজাজ খারাপ হয়। যা যা সুবিধা থাকবে তার সবগুলোর পারফরম্যান্স ভালো হতে হবে। সর্বোচ্চ যত বেশি বছর ভালো থাকবে ততই ভালো। - কোর আই থ্রি হলে ভালো হয়। বুঝতেই পারছেন কোর আই ফাইভের সাহস করতে পারছি না।

বাজেটে কুলাবে না। কারণ ল্যাপটপ কেনার পর আবার মডেম-টডেম কিনতে হবে। সেটাও এই টাকা থেকেই করতে হবে। - র‌‌্যাম ৪ জিবি (২ জিবি হলেও টাইনা-টুইনা চলবে)। - ব্লুটুথ, ওয়াই-ফাই, ওয়েবক্যাম।

- ডিভিডি রাইটার। - ন্যূনতম ৬ ঘণ্টা ফুল ব্যাটারি ব্যাকআপ (পাওয়ার সেভিং মোডে না, মিডিয়াম রেজুলেশনে)। ৬ অথবা ৯ সেল ব্যাটারি। - খুব বেশি ভারি হলে চলবে না। - দেখতে স্মার্ট হতে হবে।

অধিকাংশ ডেলের ল্যাপটপগুলো যেমন হয়। - কোন ব্র্যান্ডের হবে সে ব্যাপারে এখনও আইডিয়া নেই। সনি ভায়োতে নাকি ডিম ভাজা যায়। ম্যাকবুকের তো স্বপ্ন দেখাতেও ১৪৪ ধারা। তোশিবা দেখতে সুবিধার না।

স্যামসাং ভালো লাগে না। এইচপির ল্যাপটপ পরিচিত যারা কিনেছেন সবারই কোনো না কোনো সমস্যা হয়েছে। এসার আর আসুস কেন যেন ভালো লাগে না (তবে রেকমেন্ডেড হলে কিনবো)। তাই সবশেষে ডেলই হয়তো কেনা হবে। যা যা করবো - ওয়ার্ড প্রসেসিং।

ওয়ার্ড প্রসেসিং। আর ওয়ার্ড প্রসেসিং। প্রচুর লেখালেখির কাজ করা হবে। - হাই-রেজ মুভি চালানো হবে। - ছবি এডিটিং ও ভিডিও এডিটি (হোম ইউজার, প্রফেশনাল কাজ নয়)।

- চ্যাটিং। - এবং আনুষঙ্গিক কাজ। তাড়াতাড়ি ব্র্যান্ড রেকমেন্ডেশন আর দাম সম্পর্কে আইডিয়া দিন। বসকে অ্যামাউন্ট জানাতে হবে। (যত কমে রাখা যায় ততই ভালো)


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।