আমাদের কথা খুঁজে নিন

   

জরুরি অবস্থা বহাল রেখেই জরুরি অবস্থা ওঠানো হবে!!!



নির্বাচনকে ঘিরে উদ্বেগ, অনিশ্চয়তা আর আতংক যেন ক্রমেই বাড়ছে। নির্বাচন কি সত্যি সত্যি হবে? এনিয়ে জনমনে সংশয়ের শেষ নেই। বর্তমান সেনা সমর্থিত-নিয়ন্ত্রিত অবৈধ অগণতান্ত্রিক সরকারের সাথে সমঝোতা কার হয়েছে? বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট, নাকি আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট নাকি জামায়াতের নেতৃত্বে সকল ধর্ম ব্যবসায়ী রাজনৈতিক দলগুলোকে নিয়ে সম্ভাব্য গঠিততব্য তৃতীয় একটি রাজনৈতিক জোটের সাথে? জনগণ কিছুই বুঝতে পারছে না। তবে শোনা যাচ্ছে, আওয়ামী লীগকে কলা দেখিয়ে সেই কলা অন্য কোন একটি জোটকে খাওয়ানোর কৌশল নেয়া হয়েছে। শোনা যাচ্ছে, দেশে নাকি নির্বাচনকে উপলক্ষ্য করে নজিরবিহীন গোয়েন্দা নজরদারি বসানো হয়েছে ইতোমধ্যে।

জনমনে তাই প্রশ্ন, নির্বাচন কি পাতানো কোন গেম হতে চলেছে? দেশের মানুষ কিন্তু চায়, একটি সুষ্ঠু, স্বচ্ছ ও অবাধ, ভয়মুক্ত নিরপেক্ষ নির্বাচন। এই সরকারের শুরুটার সাথে বর্তমানের অবস্থার এতই অমিল যে, জনগণ এখন আর এই সরকারকে মোটেও বিশ্বাস বা আস্থায় রাখতে পারছে না। এই অবস্থাতো আর একদিনে হয়নি, ২০০৭ সালের ১১ জানুয়ারির পর থেকে ক্রমে এই রুপ নিয়েছে। এখনও সময় আছে কোন ধরনের অসাধুতা, চাতুরতা, অপকৌশল বা ষড়যন্ত্র বিষয়ক কোন পরিকল্পনা থাকলে তা পরিহার করে জনগণের মতানুসারে ঘোষিত সময়েই বিশ্বাসযোগ্য একটি নির্বাচন জাতিকে উপহার দিয়ে জনগণের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধেদের হাতে ক্ষমতা হস্তান্তর করা। আজ সন্ধ্যায় একজন রিকশাচালক মন্তব্য করলেন, এই সরকার বুঝি জরুরি অবস্থা বহাল রেখেই জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা দেবে।

এটার কারণ এরা জনগণকে ভয় পাচ্ছে!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।