উন্নত দেশে ব্যক্তি স্বাধীনতা
নিচের লিংকে ক্লিক করে দেখতে পারেন। যাদের নেট এর গতি ভাল, তাদের জন্য দেখতে সুবিধা হবে
আমার কাছে অদ্ভুত সুন্দর লেগেছে, যাদের সময় আছে, তারা একটু ঘুরে আসতে পারেন।
যদি বেড়াতে চান, তা হলে (আনন্দ বাজার পতৃকা থেকে উদ্ধৃতি)
মাইসোর বেড়াবার আদর্শ সময় অক্টোবর থেকে মার্চ মাস।
যাতায়াত
সড়ক পথে বাঙ্গালোর থেকে মাইসোরের দূরত্ব ১৩৯ কিলোমিটার। সময় লাগে কমবেশী
৩ ঘন্টা।
যেতে পারেন বাস বা নিজস্ব গাড়ি ভাড়া করে। সরকারি ও বেসরকারি
বিভিন্ন সংস্থার প্রচুর বাস সারাদিন বাঙ্গালোর ও মাইসোরের মধ্যে চলাচল করে।
মাইসোরে চলাফেরার জন্য অনেক ধরনের ব্যবস্থা আছে। শহরে অটো চলে।
দিনের বেলা মিটারে যা উঠে তাই ভাড়া দিতে হয়।
রাত ১০টার পর ভাড়া
মিটারের সঙ্গে আরও ৫০% । মধ্যরাতের পর মিটিরের দ্বিগুণ ভাড়া দিতে হয়।
এ ছাড়া বেড়ানোর জন্য গাড়ি ভাড়া পাওয়া যায়।
বাসও চলে। কিন্তু তা শহরের বাসিন্দাদের জন্য।
তাই ভীড়।
বাসে বেড়াতে হলে KSRTC-র বাসই শ্রেয়।
যদি হাতে সময় থাকে আর পুরনো শহরের আমেজটা বজায় রাখতে চান
তাহলে টাঙ্গা ভাড়া করে বেড়াতে পারেন। একটা অন্যরকম অভিজ্ঞতা হবে।
থাকা
মাইসোরে থাকার জন্য বিভিন্ন মানের হোটেল আছে।
পাঁচ তারা হোটেলটি নাম ললিথা মহল প্যালেস।
তাছাড়া আরও কিছু থাকার জায়গা আছে
বাস স্ট্যাণ্ড বা রাজপ্রাসাদের কাছে।
যেমন অযোধ্যা বা হোটেল রমনশ্রী।
নীচের website থেকে হোটেলের ঠিকানা পেতে পারেন।
থাকার জন্য
মহিশূর রাজপ্রাসাদ প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫:৩০টা পর্যন্ত খোলা থাকে।
প্রতি রবিবার, জাতীয় ছুটি ও রাজ্যের উৎসবের দিন প্রাসাদে আলো জ্বালানো থাকে সন্ধে ৭টা থেকে ৮টা।
দশেরার সময় আলো জ্বালা থাকে ৭টা থেকে ৯টা। প্রাসাদে গাইড পাওয়া যায়। তারা আপনাকে
ভাল করে ঘুরিয়ে পুরোটা দেখিয়ে দেবে। কিন্তু গাইড নেবার সময় দরদস্তুর করে নেবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।