---
كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا بَعَثَ أَحَدًا مِنْ أَصْحَابِهِ فِي بَعْضِ أَمْرِهِ قَالَ بَشِّرُوا وَلَا تُنَفِّرُوا وَيَسِّرُوا وَلَا تُعَسِّرُوا
_____________________
صحيح مسلم / كِتَاب الْجِهَادِ وَالسِّيَرِ بَاب فِي الْأَمْرِ بِالتَّيْسِيرِ وَتَرْكِ التَّنْفِيرِ
রাসূল স. যখন-ই তাঁর কোন সঙ্গীকে কোন কাজে পাঠাতেন, তখন তাকে এভাবে উপদেশ দিতেন, তোমরা লোকদের আশার কথা শুনাবে, নৈরাশ্যজনক কথা বলে তাঁদের বীতশ্রদ্ধ করে তুলবে না। তাঁদের সাথে উদার ব্যবহার করবে, কঠোর ব্যবহার করবে না।
_____________________________________________
তথ্য সূত্র: থেকে বর্ণিত। [বুখারী] ও [মুসলিম, কিতাবুল জিহাদ ওয়াস্সাইর] ,[মিশকাত ৩৫৫২, অধ্যায়: শাসিতের প্রতি সহনশীলতা]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।