চলুন সবাই মিলে দেশ গড়ি - ভাবনাকে কাজে পরিণত করি৷
আজকের রাজনীতি ও সমাজ
রাজনীতি ও সমাজ এখন লক্ষ্য-ভ্রষ্ট, আদর্শ-বিচ্যূত;
সাধারণ মানুষ আজ অধিকার ও ন্যায়বিচার বঞ্চিত ৷
সন্ত্রাস, দুর্নীতিতে সমগ্র সমাজ জরাগ্রস্ত;
পেশা-শক্তির কাছে নিরীহরা সম্পূর্ণ পরাস্ত ৷
নাগরিকের নিরাপত্তা বিঘ্নিত;
মৌলিক অধিকার লঙ্ঘিত ৷
সত-নীতিবানরা চাটুকার-দুর্নীতিবাজদের কাছে পরাজিত;
সুবিধাবাদীদের আনাগোনায় সকল অঙ্গন মুখরিত ৷
মধ্যবিত্তের জীবন দুর্বিসহ, দরিদ্রের জীবন মানবেতর;
চাটুকরদের আছে পুরস্কার, বিবেকবানদের সবাই করে তিরস্কার ৷
যুবসমাজ আজ বিভ্রান্ত, ভবিষ্যত নিয়ে হতাশাগ্রস্ত;
নারীর অধিকার উপেক্ষিত, মর্যাদা পদদলিত ৷
নৈতিকতা আজ বিসর্জ্জিত, সামাজিক মূল্যবোধ নির্বাসিত;
ধর্ম শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ, রাজনীতির পণ্য হিসাবে ব্যবহৃত ৷
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।