যাহা বলি সত্য বলি....
রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম হাইকোর্ট বিভাগের পাঁচ বিচারপতির মান ভাঙালেন। ফলে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁরা ছুটি নিলেও আগামী রোববার থেকে বিচারিক কাজে যোগ দেবেন বলে জানা গেছে। দৈনিক কালের কণ্ঠকে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, পাঁচ বিচারপতির দাবি যৌক্তিক। তবে বিচারপ্রার্থী সাধারণ জনগণের ভোগান্তির কথা চিন্তা করে এবং বিচার বিভাগের বৃহত্তর স্বার্থে বিচারকাজে যোগদান করতে সম্মত হয়েছেন।
সংশ্লিষ্ট বিচারপতিরা হলেন- বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ, বিচারপতি এম এ হাই, বিচারপতি ফারুক আহমেদ,
বিচারপতি মো. শামসুল হুদা ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।
বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি মো. ইমান আলীকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে ২২ ফেব্রুয়ারি নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান।
এ নিয়োগকে কেন্দ্র করে সংশ্লিষ্ট পাঁচ বিচারপতি মঙ্গলবারই প্রধান বিচারপতির সঙ্গে সাাৎ করে মৌখিকভাবে ছুটির আবেদন জানান। পরে লিখিত আবেদনও দেন তারা। তাঁরা আপিল বিভাগে চার বিচারপতির নিয়োগে অসন্তুষ্ঠু।
তাঁরা আপিল বিভাগের চার বিচারপতির শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।