আমাদের কথা খুঁজে নিন

   

৭ উইকেটের বড় জয় সাউথ আফ্রিকার

প্রথম ইউনিকোড ভিত্তিক অনলাইন বাংলা স্পোর্টস পত্রিকা

স্পিন আর সাউথ আফ্রিকা যেনো একসাথে যায় না। সেই কবে ক্রোনিয়ের যুগে পেট সিমকক্স খেলেছেন প্রোটিয়াস শিবিরে, ছিলেন সময়ের সেরা স্পিনারদের একজন, সেই শেষ। এরপরে সাউথ আফ্রিকার ইতিহাসে যেমন গেছে স্পিনার সংকট, তেমনি ব্যাটসম্যানদের স্পিন দৌর্বল্যও আলোচনায় এসেছে বারবার। দক্ষিন এশিয়ার পিচ তাই সাউথ আফ্রিকানদের বন্ধু নয়। তবে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই স্পিনকে আপন করে নিল প্রোটিয়াসরা, সিমকক্স এর জায়গায় এলেন তাহির।

নিজের প্রথম ম্যাচেই জানান দিলেন, সাউথ আফ্রিকার অপেক্ষা শেষ হতে চলেছে। টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংএ পাঠান গ্রায়াম স্মিথ। ইমরান তাহিরের ঘূর্ণিবলের জাদুতে ওয়েস্ট ইন্ডিজ হারায় ৪ উইকেট। সেই সাথে ডেল স্টেইন তুলে নেন ৩ উইকেট। তাহির-ইমরান এর আক্রমনে ভেঙে পরে ওয়েস্ট ইন্ডিজএর ব্যাটিং লাইনআপ।

ফলাফল, ৪৭ ওভার ৩ বল খেলেই ২২২ রানে অল আউট ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজএর পক্ষে সর্বোচ্চ রান করেন ড্যারেন ব্রাভো। তিনি ৮২ বলে ৭৩ রান করেন। এবারের বিশ্বকাপ প্রথম ম্যাচ থেকেই হাই স্কোরিং, উপমহাদেশের ব্যাটিং সহায়ক উইকেটে তা হওয়ারই কথা। সেই হিসাবে জয়ের জন্য একেবারেই সাধারণ মানের টার্গেট ছিল সাউথ আফ্রিকার সামনে।

তবে ব্যাটিং করতে নেমে প্রাথমিক অভিজ্ঞতা খুব সুখকর হয়নি প্রোটিয়াসদের জন্য। রোচ আর বেনএর বোলিং আক্রমনের মুখে একেবারে শুরুর দিকেই ২ উইকেট হারায় তারা। তবে গ্রায়াম স্মিথ এবং এবি ডি ভিলিয়ার্সের দায়িত্বপূর্ণ ব্যাটিংএ ম্যাচের নিয়ন্ত্রন পায় সাউথ আফ্রিকা। ৭৮ বলে ৪৫ রান করে পোলার্ডএর বলে স্মিথ বোল্ড হয়ে গেলেও রেকর্ড গড়ে সেঞ্চুরি করেন এবি ডি ভিলিয়ার্স। ৯৭ বলে ১০০ রান করে সাউথ আফ্রিকার বিশ্বকাপ ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি করেন তিনি।

স্মিথএর পর মাঠে নেমে ভিলিয়ার্সকে সঙ্গ দেন জেপি ডুমিনি। এ জুটিই জয়ের বন্দরে পৌঁছে দেয় সাউথ আফ্রিকাকে। মাত্র ৪২ ওভার ৫ বল খেলেই ২২৩ রান করে এবারের বিশ্বকাপে জয়ের খাতা খোলে প্রোটিয়াসরা। ভিলিয়ার্স ১০৭ আর ডুমিনি ৪২ রান করে অপরাজিত থাকেন।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।