আমাদের কথা খুঁজে নিন

   

অন্যরকমভাবে সাজিয়ে নিন ডেক্সটপ

MAD-E IN BANGLADESH

কাজের প্রয়োজনে অনেক সময় একাধিক উইন্ডো খুলে রাখতে হয়। অনেক সময় দেখা যায় একাধিক উইন্ডো খোলার কারণে টাস্কবারের উইন্ডোর টাইটেল দেখা যায় না, এমনকি টাস্কবারেও সবগুলো উইন্ডো দেখা যায় না। কিন্তু সবগুলো উইন্ডোর টাইটেল দেখা গেলে হয়তো আপনার কাজের সুবিধা হতো। এমন যদি হত উইন্ডোর টাইটেলবার ছাড়া বাকিগুলো লুকানো যেন! তাহলে ডেক্সটপে অনেক অনেক উইন্ডো খোলা রেখে কাজ করা যেত এবং টাইটেলগুলো দেখা যেত। এমনই সুবিধার জন্য ফ্রি সফটওয়্যার উইনরোল ব্যবহার করতে পারেন।

উইনরোল সফটওয়্যারটি চালু রাখা অবস্থায় আপনি ওপেন করা যে কোন উইন্ডোর (প্রোগ্রাম/ফোল্ডার) টাইটেলবারের উপরে মাউসের ডান বাটন ক্লিক করলে টাইটেলবার ছাড়া বাকী সব লুকাবে। ফলে ডেক্সটপে একাধিক ওপেন করা উইন্ডো খুলে রাখা যাবে যার টাইটেল দেখা যাবে। আবার আগের মত সম্পূর্ণ উইন্ডো পেতে চাইলে টাইটেলবারের উপরে মাউসের ডান বাটন ক্লিক করলেই হবে। সফটওয়্যারটি (৮৯ কিলোবাইট) http://www.palma.com.au/winroll সাইট থেকে ডাউনলোড করে নিন। এবার সফটওয়্যারটি ইনষ্টল করলে তা সিস্টেম ট্রেতে অবস্থান করবে।

বিস্তারিত আরো অনেক টিপস পেতে এখানে ক্লিক করুন...... প্রতিদিন দেখুন নতুন নতুন টিপস ................... যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাইটটি দেখে নিন........... যেকোন সমস্যা সরাসরি জানান...................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.