আমাদের কথা খুঁজে নিন

   

দাড়কাকগ্রস্থ খেয়াল

ফুলটাইম ক্রুয়েল জোকার, পার্ট টাইম সিরিয়াস
১. আকাশে আজ রাতে প্রকাণ্ড একটা স্যাটেলাইট আলো ছড়াচ্ছে । । ধরণী-পোড়া কিছু মানুষ তাকে চাদ নেমে ডেকেছে । । আবেগ প্রতিবন্ধী একজন কিমবা একঝাক রাতজাগা মনের মানবিক ক্ষততে আজ ইনফেকশন ।

। ২. মানবিক সম্পর্কগুলো খুব ই সহজ-সরল । বাইনারি লজিক এর মতো ১ হলে হ্যা, ০ হলে না । । আমরা শুধু হ্যা এবং না বলার পেছনে একটা করে গ্রহণযোগ্য উদ্ভট কাঠামো দাড় করিয়ে সেটাকে জটিলতার রূপ দেবার চেষ্টা করি ।

। প্রথমে ভূমিকা ছাড়া খুব কমন একটা উপসংহার টানি । । তারপর উপসংহার টাকেই সামনে টানি । ।

৩. উপপাদ্য: নিষিদ্ধ জিনিসের ব্যপারে সবার ই আকর্ষণ থাকে । । অনুসিদ্ধান্ত : তোমার আকর্ষণ টাও ততক্ষণ ই ছিলো , যতক্ষণ আমি তোমার জন্য নিষিদ্ধ ছিলাম । । এরপর নিষিদ্ধতম কোনো অনুঘটকের উপস্থিতি, অন্ধ হৃদপিণ্ডটা নিয়ে পঙ্গু হাসপাতালে চলে গেল ।

। বেচে গেলে , তখন আসমান থেকে কোনো তারা খসে পড়ে নি । । ... আশীর্বাদের হাত থেকে রেহাই পেতে না । ।

৪. হে পরমকরুণাময় অসীম দয়ালু জগতপতি স্রষ্ঠা, সার্চ অপশন অফ করে আর কতদিন অফলাইন থেকে পোক দিয়ে যাবে ??? অনলাইনে আসতে তোমার সমস্যা কি?? পপুলারিটি বেশি বলেই কি সবসময় মুডে থাকতে হবে ??? ৫. স্বপ্নগুলো আজ শপিং এ গিয়েছে, ইচ্ছেগুলো কাচাবাজারে । । মনটাকে ড্রাই ওয়াশে পাঠিয়ে দিয়ে এখন নিশ্চিন্তে দু:স্বপ্নের ট্রেইলার দেখা শুরু করেছি । । মাঝরাতে কিছু মৃত ইচ্ছের আত্মারা মুক্তি পাবে ।

। ৬. যাণ্ত্রিক মানুষের শহরে শুধু যন্ত্রগুলোই মানবিক । । দেয়ালে নোনা ধরে, জানালায় দরজায় জং ধরে, বাস-ট্রাক-সিএজি গুলোর ইন্জিনে দহন ঘটে, রিকশার টায়ার ফাটে, ওভারব্রিজ ভেঙে পড়ে । ।

শুধু মানুষগুলোর মনেই কোনো দাগ পড়ে না । । কমপ্লিট শার্প এইজড , স্টেইনলেস এন্ড শকপ্রুফ । । ৭. চে গুয়েভারা, তোমার বিপ্লবের ফসল কি জানো ??? তুমি একজন খুব গ্রহনযোগ্য করপোরেট এন্ড নন-করপোরেট বিপ্লবের ব্রান্ড অ্যাম্বাস্যাডের।

গায়ের টি শার্ট থেকে অন্তর্বাস , সবখানেই তোমার বিপ্লবের প্রতিকৃতি । । তোমার মৃত্যুর পর সবখানে বিপ্লব ব্যবসায়ীদের নীরব বিপ্লব ঘটে গেছে । । ৮. দিনের সূর্য তোমার যৌবণ জমা করছে ।

। রাতের চন্দ্র তোমার যৌবন ছিনিয়ে নিচ্ছে । । জিউস আর ভেনাস-রা রাতে ক্লান্ত, আর সকালে সাধারণ নগরবাসীর জন্য বিশ্রী বিবর্তনের আনন্দ । ।

৯. মিথ্যার প্যাকেজ উৎসব চলছে । । পার মিনিট ভ্যাটসহ ৩৩ পয়সার মিথ্যা । । বাম কাধের ফেরশতার আর একদণ্ড ফুরসত মেলে না ।

। ডান কাধের ফেরেশতা এই ফাকে ফ্লারট করে আর গলির চিপায় ডেটিং মারে । । ১০. নারীবাদি, পুরুষবাদি, ইশ্বরবাদী, প্রেতাত্মাবাদী, শয়তানবাদী, নাস্তিকবাদী আর সুবিধাবাদীর ভিড়ে আমি গুণ টানা নায়ে বাস্তববাদী । ।

। আশাবাদী না হলেও খানিকটা তালগাছবাদী । ।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.