Speak no evil, hear no evil, see no evil.
ভাইরে, বেশ আগে আমার এক আঁতেল বন্ধু বলিয়াছিলো আপুদের বেলায় নাকি Beauty X Brain = Constant অর্থাৎ যত সুন্দরী আপু তাহার মস্তিস্ক ততই অনুর্বর এবং যত বুদ্ধিমান আপু তাহার চেহারা নাকি ততই নড়বড়া! ভাইরে, এই তত্ব কতখানি যে ভুল তাহা বিবাহের পর পরই টের পাইলাম! সুন্দর ও লজ্জাবতী মুখ দেখিয়া বিবাহ করিয়া ভাবিয়াছিলাম যে যাক, এইবার মোগল আমলের সম্রাটদের ন্যায় পায়ের উপর পা তুলিয়া খাওয়া যাইবে! কিন্তু ভাইরে, পা তুলিয়া খাওয়া দূরে থাক আমি এখন নিজেই নাকে দড়ি বাঁধিয়া ঘুরিতেছি!!!
যাহা হউক সুন্দরী রমনীগন যে অত্যন্ত বুদ্ধিমান হইতে পারে তাহা বলার আর অপেক্ষা রাখে না। এ ব্যাপারে ব্যাপক অনুসন্ধান করিয়া যাহা পাইলাম তাহাতে আমার তাক লাগিয়া গেলো!!!
ব্লগার ভাইরে, এখন তাহা হইলে বিশ্বের শ্রেস্ঠ সুন্দরী হ্যাকার দের সম্বন্ধে জানুন এবং উহাদের খপ্পর হইতে নিজের পাসওয়ার্ড সাবধানে রাখুন!
৭। জিয়াও টিয়ান - ইনিও একজন চায়নিজ হ্যাকার। ইনি বিশ্ব হ্যাকিং প্রতিযোগিতায় এশিয়ান বস্! পুরুষদেরকে যেকোনো হ্যাকিং এ ইনি চ্যালেন্জ দিয়া হ্যাকিং দুনিয়া সরগরম করিয়াছেন!
৬। ইং ক্রাকার - ইনি চায়নিজ হ্যাকার।
ব্যাংক হ্যাকিং এ ইনি সিদ্ধহস্ত! ইনি আবার একটা হ্যাকার স্কুল দিয়াছেন যেখানে হ্যাকিং কোর্স করার সুযোগ আছে!
৫। এডিয়ানা কুক - ইনি একজন প্লেবয় মডেল। ইনার ছবি নকল করিয়া লোকজন ইন্টারনেট হইতে পয়সা বানাইতো। ইহা জানিতে পারিয়া ইনি হ্যাকার জগতে প্রবেশ করেন এবং হাজার খানেক পর্ন সাইট হ্যাক করিয়া মিলিয়ন মিলিয়ন টাকা কামাইয়াছেন। ইনি হ্যাকার জগতে হ্যাকার পরী নামে পরিচিত!
৪।
জোএন রুটকোয়াস্কা - ইনি পোলিশ হ্যাকার যিনি মাইক্রোসফট এর হইয়া কাজ করেন এবং বিল গেটস এর দলকে উইন্ডোজ সিকিউরিটি সম্বন্ধে বুদ্ধি দান করেন!
৩। র্যাভেন এডলার - ইনি আপনার জীবন, যৌবন ও কম্পিউটার সব কিছুই তছনছ করিয়া দিতে সক্ষম! এই হ্যাকার আপু আমেরিকার সরকারী চাকরী করেন এবং হ্যাকিং বিষয়ে সবাইকে বুদ্ধি প্রদান করেন। ইনি বিশ্ব হ্যাকার সম্মেলনের প্রথম মহিলা অংশগ্রহনকারীনি! তাহাছাড়া ইনি জুডো কারাতে তেও বিশেষ পারদর্শী!
২। এডা লাভলেস - ইনি অতীব প্রাচীন হ্যাকার এবং কবি লর্ড বায়রন এর কন্যা। এনালাইটিক ইন্জিন এর মাধ্যমে (কম্পিউটার এর আদি রুপ) পৃথিবীর সবচে' প্রাচিন এলগরিদম তৈরীতে ইনার অবদান অনস্বীকার্য।
ইনাকে সব হ্যকারগন বস্ মান্য করেন!
১। ক্রীশ্চীনা স্ভেচিনস্কায়া - ভাইরে, ইনি ই পৃথিবীর সবচে' মারাত্মক এবং সবচে' সুন্দরী হ্যাকার এর খেতাব প্রাপ্ত আপু! ইনি নিউইওর্ক ইউনিভার্সিটির ছাত্রী থাকাকালীন সময়ে আমেরিকা ও ইওরোপের বহূ ব্যাংক হ্যাক করিয়া মিলিয়ন মিলিয়ন ডলার সরাইয়াছেন! ইনি পুলিশের কাছে ধরা খাইয়া এখন জামিনে আছেন এবং বীরদর্পে হ্যাকিং চালাইয়া যাইতেছেন!
ভাইরে, এত সুন্দরী দেখিয়া মাথা গুলাইয়া যায়! ইস, উনারা চাহিলে হ্যাকিং না হইতেই আমার পাসওয়ার্ড দিয়া দিতে রাজী আছি!
আপনার কি বলেন?
- আপনাদের ডিসকো বান্দর
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।