আমাদের কথা খুঁজে নিন

   

বাংলালায়ন ও আমাদের ধর্ষনের ইতিহাস।

আমরা প্রতিনিয়ত ধর্ষনের শিকার হচ্ছি বাংলালায়ন দ্বারা। বিগত চার মাস যাবৎ রিসিভ ডাটা ০ এবং সেন্ড ডাটা ০ দিয়ে আমাদের সাথে প্রতারনা করছে। প্রসপেড দুটি লাইন আমার একটা তে ও সুফল পাই নি। বার বার তথ্য কেন্দ্রে যোগাযোগ শর্তে ফোন পিক না করা এবং প্রতি মাসে লাইন চার্জ দিতে দিতে আজ ক্লান্ত আমি। আমার মত সবার ই এক অবস্থা তবে মজার বেপার কেউ প্রতিবাদ করছে না।

আজ আলটিমেটাম দিয়ে নেমে পরেছি একটা গজারি নিয়ে বাংলালায়ন কাস্টমার কেয়ারের দিকে যাচ্ছি এবং বেশি পাকনামি করা ২ একটা স্মাট পোলাপান রে গজারি দিয়ে কোমরে বারি দিব ভাবছি। দেশের সকল দিক থেকে যদি এক জন করে গজারি নিয়ে বের হয় তবে বেপারটি কেমন হবে তাই ভাবছি। আসুন এ ডিজিটাল প্রতারক দের ডিজিটাল প্রতারনার ফাদ থেকে মুক্ত হই। বাংলালায়নের বিজনেস প্লান : ১)ডিসটিবিউটর দিচ্ছে এলাকার গুন্ডা পান্ডা সব পোলাপান দের যাতে কাস্টমার কিছু বলতে না পারে তাই অনেকে চুপ। ২)কিছু রসালো চমকপ্রদ নারি সবসময়ই পাবেন যাদের রসময় বার্তাতে আপনার মন ঠান্ডা হয়ে যাবে।

৩)আন্ডা বাচ্চা কিছু বাল পাকনা স্মাট পোলাপান পাবেন যারা পৃথিবীর সব তথ্য প্রযুক্তি বুঝে এমন ভাবে আপনাকে প্রটেক্ট করবে। তবে তারা উচু মানের বেকুব তা পরেই বুঝতে পারবেন। ৪) আপনার ডিভাইচ এ প্রবলেম নো চিন্তা জীবনে ও পাবেন না । ৫) টিভি খুলুন দেখবেন রসালো এড দেখলেই মনে হবে বাংলালায়ন ইজ দা বেষ্ট। ৬) বাংলালায়ন যেহেতু শেয়ার ডাটা দ্বারা পরিচালিত তাই বুঝুন কত জন কে এ ডাটা দ্বারা প্রতারিত করা হয়েছে।

সবশেষে বিটিআরসি তে কত টাকা দিছে আমরা জানি না কারন বিটিআরসি চুপ। তারা খুব ভালো ভাবে জানে বাংলালায়ন কত বর বাটপার। আমাদের প্রতারিত করার জন্য আমরা নিজেরাই নিজেদের অবস্থান পরিস্কার করতে হবে। এবং ডোঙ্গেল , ওয়াই ফাই ডিভাইস তাদের গ্রহন করে আমাদের অর্থ ফিরিয়ে দিতে হবে। কে কে আমার সাথে সহমত প্রকাশ করছেন ............. ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.