হাই স্পীড আর আনলিমিটেড ইন্টা্রনেটের লোভে পড়ে ৪ মাস আগে বাংলালায়ন কিনেছিলাম। এক মাস ইউজ করার পর আর ইউজ করিনাই। কিনার সময় কোন ক্যাপ এর কথা কেউ বলে নাই। এক মাস পর শুনি ডাউনলোড লিমিট ১৪ জিবি। এটাতো আমার ১০ দিনেই শেষ হয়ে যায়।
প্রথম মাস বেশ ভালই চালালাম। পরের মাসে ১৪ জিবি ক্যাপের কথা শুনে নেট চালাবো কিনা ভাবতেসি, ৭ দিন পর দেখি ওরাই লাইন কেটে দিল। যাক বাবা তোরা আমারে সিদ্ভান্ত নেয়া থেকে বা্চায়ে দিলি।
ঘটনা এইখানে শেষ না বরং শুরু। এক মাস পরে ওদের মেইল পাইলাম।
আপনার ১২০০ টাকা বকেয়া। টাকা জমা দেন নাইলে লাইন কেটে দিব ! মানে কি? ? ? লাইন তো আগেই কাটছো ! আবার কেম্নে কাটবা ? আবার বিল কিসের? নেট তো নিজেরাই কেটে দিস, ইউজ করলে না বকেয়া থাকবে !
ওরা বলে আপনি তো সাত দিন ইউজ করছেন ।
সাত দিন ইউজ করছি তো সাত দিনের বিল করেন। আপনেরাই লাইন কাটছেন, আমি তো কাটিনাই। আমি বিল দিব কেন? এটা কি মগের মুল্লুক নাকি?
স্যার এটাই আমাদের নিয়ম।
(জী স্যার আপনি ঠিকি ধরেছেন , এটা আসলে মগের মুল্লুক)
ঘটনা এখানেও শেষ হতে পারত ! কিন্তু পরের মাসে আবার মেইল পাইলাম, এবং মোবাইল ফোনে ম্যাসেজ।
আপনার ২৫০০ টাকা বাকি আছে, বিল পরিশোধ করুন, নাইলে লাইন কেটে যাবে।
আবার ১০ টাকা ভাড়া দিয়ে লায়নের অফিসে গেলাম।
কি ব্যাপার ? আবার বিল কেন?
স্যার আপনি আনসাবস্ক্রাইব করেন নাই স্যার।
মানে কি?
মানে স্যার আপনি লাইন কাটেন নাই,এই জন্য বিল ইস্যু হইছে।
আপনারা কেটে দিসেন,আমি আবার কি কাটব?
আপনাকে ও আনসাবস্ক্রাইব করতে হবে স্যার।
ঠিক আছে,করে দেন।
গত একমাসে আমার বাসার সা্মনের ড্রেন দিয়ে অনেক পানি গড়াইলো।
এবং কিছুদিনে আগে আমি আর একটা মেইল পাইলাম।
৩৭৫০টাকা বাকি, পোরিশোধ করুন, নাইলে.........
বাংলালায়ন নিবেন কিনা এইটা এখন আপনার সিদ্ভান্ত !
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।