তারা হলেন- পুটখালি বিজিবি ক্যাম্পের সুবেদার আলাউদ্দিন, সদস্য বেল্লাল হোসেন ও এবি সিদ্দিক।
শুক্রবার ভোরে বেনাপোলের ছোটআঁচড়া গ্রামে এ সংঘর্ষ হয় বলে জানিয়েছেন খুলনা ২৩ বিজিবির ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল তায়েফুল হক।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভারত থেকে বিপুল পরিমান পণ্য যশোরে পাচার হওয়ার খবর পেয়ে বিজিবির একটি টহল দল ভোরে ছোটআঁচড়া গ্রামে পৌঁছে পাচারকারী দলকে প্রতিরোধ করে।
কর্নেল তায়েফুল বলেন, “এসময় সংঘবদ্ধ চোরাচালানী চক্র বিজিবি সদস্যদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে এবং লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে বিজিবির তিন সদস্য আহত হয়।”
আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা পাচারকারীদের লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়লেও কারো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।
এসময় পাচারকারীদের কাছ থেকে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ভারতীয় শার্ট, প্যান্ট পাঞ্জাবি, বিস্কুট ও চকলেট আটক করে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।
এঘটনায় বেনাপোল বন্দর থানায় একটি মামলা হয়েছে বলেও তিনি জানান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।