আমাদের কথা খুঁজে নিন

   

কোটচাঁদপুরে এক নারীর গলা কাটা লাশ

নিহত বিলকিস খাতুন (৩৫) চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মুজিবুর রহমানের স্ত্রী।
শুক্রবার সকালে উপজেলার রুদ্রপুর গ্রামে ভগ্নিপতির ঘরের বারান্দা থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কোটচাঁদপুর থানার ওসি শহিদুল ইসলাম শাহিন।
ওসি শহিদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাতে ভগ্নিপতি কলম আলীর খড়ের ঘরের বারান্দায় গিয়ে ঘুমিয়ে ছিলেন বিলকিস। সকালে বাড়ির লোকজন তার লাশ দেখে পুলিশে খবর দেয়।
পরে সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে শরীরে আঘাতের চিহ্নসহ বিলকিসের গলাকাটা লাশ উদ্ধার করা হয় বলে জানান তিনি।
এই পুলিশ কর্মকর্তা জানান, নিহতের স্বামী মুজিবর একটি ডাকাতির মামলায় কারাগারে আছেন। আর ভগ্নিপতি কদমও একটি ডাকাতি মামলায় পলাতক আছেন।
ময়নাতদন্তের জন্য নিহতের লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।