যে নিরপেক্ষ সে একা, যে একা নয় সে বিশুদ্ধ নিরপেক্ষ নয়। জগতে এখন আর সমাজনীতি ধর্মনীতি অর্থনীতি পৌরনীতি- কোন নীতিই বেঁচে নেই, নীতির রাজা ওগুলোর মাথায় বাড়ি দিয়ে মাটির নিচে ঢুকিয়ে দিয়েছেন; দিয়ে একলাই রাজত্ব কোরছেন জগতে। নীতি বোলতে এখন কেবল আছেন নীতিরাজ রাজনীতি। ছরি, ভুল বললেম। নীতিরাজের জাঁদরেল রাজপুত্তুরও আছেন। নীতিরাজ আদর কোরে তার নাম রেখেছেন দুর্নীতি। যদ্দূর চোখ যায় কেবল তাঁরা দুজনাই সর্বত্র দাবড়ে বেড়াচ্ছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।