আমি কিছুদিন আগে কেনন এলবিপি ৩৩০০ মডেলের লেজার প্রিন্টার কিনেছি। কিন্তু এটি এর ব্যবহার দেখলাম এইচপির চেয়েও কঠিন। কাগজ রাখার জন্য প্রিন্টারের নিচে একটি ট্রে আছে দেখলাম এতে কিভাবে এ৪ এবং লিগেল সাইজের কাগজ রাখে এক সাথে না একসাথে দুই সাইজের পেপার রাখা যায় না আর রাখা গেলেও এ৪সাইজের পেপার লিগেল সাইজের পেপারের উপরে রাখে না নিচে রাখে। ট্রে উপরেও দেখলাম প্রিন্ট করার যায়গা আছে তবে সেখান থেকে শুধু মাত্র ইন্টারনেট থেকে রেজাল্ট প্রিন্ট করা যায় কিন্তু এএস ওয়ার্ড থেকে প্রিন্ট দিলে নিচের ট্রে খুলে কাগজ দিয়ে প্রিন্ট করতে হয়। আবার প্রিন্ট হওয়ার সময় শব্দ করে।
আর প্রিন্ট অপশনের লেঙ্গুয়েজ অন্য ভাষায় আছে এখন ইংরেজি করবো কিভাবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।