গর্বিত আমি, জন্মেছি এদেশে....(বরিশালে)
আমি আমার অফিসের মাকরাশার জালের মতো নেট ক্যাবল নিয়া যারপরনাইই অতিষ্ট ছিলাম..........। দুইদিন পর পরই কানেক্টরের মাথা লুজ হওয়া, সেইটা আবার পাঞ্চকরতে গিয়ে উভয় মাথাই নতুন করে কানেক্টর লাগানো, ইদুর বাবাজীদের আর্শিবাদে কিছুদিন পরপরই ক্যাবল কাটা পড়া.......বহুত খারাপ অবস্থা । যদিও শুধু ল্যাপিগুলোর জন্য ওয়্যারলেস রাউটার আগেথেকেই চালু ছিলো।
এখন অবশেষে সব পিসিকেউ ওয়্যারলেস ল্যান দিয়া কানেক্ট করার প্রজেক্ট হাতে নিছি.........
সবই ঠিক ছিলো প্রথম পর্যায়ে ১২টি পিসিতে ওয়্যারলেস ল্যান দিয়ে কানেক্ট করেছি, সবাই ভালোভাবেই কানেকশন দিতে পেরেছি.........সবাই নেট/মেইল ইউজ করতে পারছে। কিন্তু সমস্যা হলো এই ওয়্যারলেস কানেক্টেড পিসিতে আমি অন্য পিসি দিয়ে ঢুকতে পারছিনা। প্রথমে \\me** দিয়া ট্রাই কইরা না পাওয়াতে পরে ipconfig /all দিয়া লোকাল আইপি বের করেও সেই আইপিতে অন্য পিসি দিয়ে ঢুকতে পারছিনা। কিন্তু আবার ping করলে আমি ঠিকই সে পিসিকে পাচ্ছি।
কেউ কি আছেন এ বিপদে পড়ার অভিজ্ঞতা সম্পন্ন ?
(আমার ফায়ারওয়্যাল ডিজএ্যবেল করা, আর এন্টিভাইরাস থাকলেও সে ব্লক করছেনা।)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।