পঙ্খিরাজে চাদেঁর দেশে
শেহবাগের ব্যাটের ঝড় দেখে মনে হচ্ছিল বাংলাদেশের সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগাররা গভীর অরন্যে গা ডাকা দিচ্ছে।
বিশ্বকাপে বড় জয় দিয়ে যাত্রা শুরু করেছে ভারত। মিরপুর শেরেবাংলা জাতীয় ষ্টেডিয়ামে অনুষ্টিত উদ্ভোধনী ম্যাচে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ভারত ৮৭ রানে স্বাগতিক বাংলাদেশ দলকে হারিয়েছে । টসে জয় পেয়েও প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠানার মাসূল গুনতে হলো সাকিবদের। গত বিশ্বকাপে বাংলাদেশ দলের কাছে পরাজয়ের সেই স্মৃতি ভুলতেই এবার সতর্ক ছিলেন শচিন শেহবাগরা।
তাই প্রথমে ব্যাট করতে নেমে ভারত ৪ উইকেটে ৩৭০ রানের বড় টার্গেট দেয় স্বাগতিকদের সামনে । জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৯ উইকেটে ২৮৩ রান করলে ভারত জয় পায় ৮৭ রানে। ভারতের পক্ষে শেহবাগ সেঞ্চুরীসহ ১৭৫ রান আর কোহলি সেঞ্চুরীসহ ১০০ রান করে ভারতের জয় নিশ্চিত করে দেয়। ৩৭১ রানের বিশাল টার্গেট টপকিয়ে ম্যাচ জয় করা কঠিন ছিল বাংলাদেশের জন্য। তবুও চেষ্টার ত্রুটি করেনি বাংলাদেশ।
ম্যাচে হারলেও বাংলাদেশ করেছে ২৮৩ রান। বিশ্বকাপে এটাই বাংলাদেশের সর্বোচ্চ স্কোর।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।