লেকচার নম্বর-০৩ -এ যা যা থাকছে-
আজ থাকছে রসায়ন ২য় পএের জৈব রসানের সূচনা ।
তাহলে আর দেরী কেন ? এখনই ডাউনলোড করে নিন লেকচার নম্বর 0৩ । পর্যায়ক্রমে সবগুলো বিষয় দেওয়া হবে । ঈদের আগে আর কোন লেকচার দেওয়া হবে না । কারন আমি ঢাধার বাহিরে থাকব ।
ডাউনলোড লিংক :
০1- কপি.কম থেকে ।
বি.দ্র.
আমাদের ওয়েরসাইট : http://bdopenscience.org/
আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য :
২০১৩ সালটা আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং। কাজ শুরু করে দিয়েছে আমাদের অনলাইন ক্লাসরুম ইউনিট । চালু হয়ে গেল এইচএসসি পর্যায়ের ছাত্র-ছাত্রীদের জন্য আমাদের অনলাইন সার্ভিস। একই সময়ে আমরা একাধিক ‘মডেল এরিয়া’তে কাজ শুরু করেছি ।
পাশাপাশি আরো একটু বড় পরিসরে চলবে নিয়মিত বিজ্ঞান ক্যাম্প ও বিস্তৃত পরিসরে বিজ্ঞান পাঠচক্র। গ্রামীণ স্কুল কলেজগুলোর স্বল্পসুবিধাপ্রাপ্ত ছেলেমেয়েদের কাছে প্রচলিত শিক্ষা কার্যক্রমকে আরো সহজবোধ্য ও আকর্ষণীয় করে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। পাশাপাশি গ্রামের বা মফস্বলের তুলনামূলকভাবে পিছিয়ে থাকা একজন শিক্ষার্থী শহরের একটা শিক্ষার্থী যেসব সুযোগ সুবিধা পায় সেগুলোর সাথে পরিচিত করে তোলাও আমাদের অন্যতম লক্ষ্য।
আমরা আশা করি আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টায় techtunes কে আমাদের পাশে পাব । আপনিও যোগ দিতে পারেন আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে বাস্তবায়ন করতে।
যারা আমাদের সাথে কাজ করতে আগ্রহী তারা ইমেইল করুন editor@bdopenscience.org
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।