সাহাদাত উদরাজী www.udrajirannaghor.wordpress.com
আমার মনে হয়, আর খেলা দেখার দরকার নাই। টসে জিতে যে হালারা বলিং নেয়, এমন একটি ফর্মে থাকা দলের সাথে! ওদের কোপালে না'লত! এত বোকা মানুষরা ক্রিকেট খেলে!
আমি আর জিতার কোন চান্সই দেখছি না! সুযোগ বুঝে টেন্দুল্কার আর শেহেবাগরে নামাইছে! তুলাধুনা করবে আমাদের! আমি বিদায় নিলাম, সবাই আমারে মাফ করে দিবেন। আমার যত প্রেডিকশন ছিল সব উঠায়া নিলাম। আমার সব প্রেডিকশন ছিল, টসে জিতে বাংলাদেশ ব্যাটিং করবে! উপওয়ালা টসে জিতায়া দিছিলো, আমাদের গাধা গুলো তা মাটিতে ফেলে দিল!
গুরু আমি আর খেলা দেখতে পারছি না! টিভি ছেড়ে চলে এলাম। কি গালি দিব ভাষা খুঁজে পাচ্ছি না। এত সাধারন হিসাবে কি করে ভুল করে! এটা জেতার খেলা, আমরা জিততে চাই। জিততে না পারলে অন্তত এমন কিছু করবো যাতে খেলা হয় আকষনীয় এবং গড়ে না নূতন কোন রেকর্ড! এই সাধারন কনসেপ্টে থাকলেও তো ব্যাটিং নিতে হয়! ব্যস, কিন্তু ওরা কি করল।
গুরুরা, মাফ করে দিবেন। যাই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।