বুদ্ধিদীপ্ত সাদা আলোর বলয় ঘেরা খুব বোকা আমি। পারছিনা বলয়টা ভেঙ্গে নিজেকে মুক্ত করতে।।
কাম্পাসে (চুয়েট) ফিরতে চাই, বাবা মা আমাকে নিয়ে যে স্বপ্ন দেখে তা তারাতারি পূরণ করে তাদের মুখে তৃপ্তির হাসি দেখতে চাই, কিন্তু এই এক মাস ধরে বাসাই পরে আছি তাতে তো আমি এক মাস পিছিয়ে গেলাম... কি দরকার ছিল সেদিন রাজনীতির নামে ব্যক্তিগত দ্বন্দ্ব নিয়ে অযথা মারামারি করার, আমি তো রাজনীতি করিনা, আমার মতো কাম্পাসের ৮০% ছাত্র রাজনীতি করেনা তাদের দোষ টা কি?
আমার লেখার উদ্দেশ্য ছাত্র রাজনীতি কে ঘৃণা করা নয়, এই ৮০% ছাত্রের দুর্দশার কথা চিন্তা করে। রাজনীতি ছাড়া কাম্পাস চল্বেনা, কিন্তু এটাকে কোন গঠন মূলক কাজে ব্যাবহার না করে, গ্রুপিং, কাম্পাস দখল করে লাভ টা কি? কিভাবে তারা এততা অবুঝ এবং হিংস্র হতে পারে আমার ধারনার বাইরে। আমার লেখতে কারো কিচ্ছু হবেনা জানি, আক্ষেপের প্রকাশ মাত্র।।
তারাতারি ইঞ্জিনিয়ার হর বের হয়ে দেশের জন্য কিছু কর রে বাপ...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।