আমাদের কথা খুঁজে নিন

   

হুঙ্কারের অপেক্ষায়



চেয়ে আছে পৃথিবী জেগে আছে কোটি চোখ থমকে আছে চারপাশ করতালির অপেক্ষায় এই সময় সেই সময় চেতনার এই ক্ষণে আকাশ বাতাস জেনে গেছে হুঙ্কারের অপেক্ষায়! আমার শিরায় জ্বলে আগুন রুদ্ধশ্বাসে পুড়তে চাই আমার চোখে ঝড়ো মিছিল স্লোগানে বদ্ধ উপমায়। দীর্ঘ যুগের জমানো সাধ জমে আছে আমারি গায় আমার স্বত্তা চিৎকার করে জাগবে সারা বিশ্বময়। জ্বেলে দাও জ্বেলে দাও আলোর ছটা… জ্বেলে দাও জ্বেলে দাও জ্বেলে দাও… চেয়ে আছে পৃথিবী জেগে আছে কোটি চোখ থমকে আছে চারপাশ করতালির অপেক্ষায় এই সময় সেই সময় চেতনার এই ক্ষণে আকাশ বাতাস জেনে গেছে হুঙ্কারের অপেক্ষায়! উড়ে যাক দমকা হাওয়ায় দুঃখ ক্ষরা যন্ত্রণা জেগে উঠুক আমার দেশ লাল সবুজের পতাকায়… চমকে উঠুক পৃথিবী আজ চমকে উঠুক স্বপ্নরা… জ্বেলে দাও জ্বেলে দাও আলোর ছটা… জ্বেলে দাও জ্বেলে দাও জ্বেলে দাও… চেয়ে আছে পৃথিবী জেগে আছে কোটি চোখ থমকে আছে চারপাশ করতালির অপেক্ষায় এই সময় সেই সময় চেতনার এই ক্ষণে আকাশ বাতাস জেনে গেছে হুঙ্কারের অপেক্ষায়! বরাবরের ভুল বাড়িয়ে অনেক সময় ডুড়েছি আমার দিকে নির্দেশ করে অনেক কথাই শুনেছি আমার দেশে আমার মানুষ থেমে যেতে আসেনি সূর্য যখন হাতের মুঠোয় তোমরা কি তা দেখোনি? চেয়ে আছে পৃথিবী জেগে আছে কোটি চোখ থমকে আছে চারপাশ করতালির অপেক্ষায়… এই সময় সেই সময় চেতনার এই ক্ষণে আকাশ বাতাস জেনে গেছে হুঙ্কারের অপেক্ষায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.