ভাঙ্গতে পারবে না আমি ভঙ্গুর নই। ছুঁতে পারবে না কভু যদি ক্ষিপ্র হই।
গতরতে শালার কাছে ফোন করেছিলাম। শালা আমাকে জিজ্ঞাসা করলো দুলাভাই কালকে উদ্বোদনী অনুষ্ঠান দেখেছেন? আমি কইলাম দেখেছি। ওর খুব ভাল লেগেছে উদ্বোধনী অনুষ্ঠান।
জিগাইলো: খেলা দেখবেন? আমি বললাম হ্যা অবশ্যই দেখবো। ও বললো কালকের খেলায় কোন দলের সাপোর্টার আপনি? আমি তো শুনে অবাক । শালায় আমার কয় কি?
আমি বললাম: বাংলাদেশ, আবার কি, এটা কেউ জিজ্ঞাসা করে?
শালা কইলো: আমিও তো তাই বলি, যেখানে বাংলাদেশ খেলছে সেখানে অন্য দলের সাপোর্টার হওয়া যায়? কিন্তু আমাদের এখানে অনেকে ভারতের সাপোর্টার আছে।
আমি বললাম: কি বলো? ওর বাংলাদেশী?
শালা সুধাইলো: হ্যা বাংলাদেশী, আমাদের বাসার পাশেই ওদের বাসা।
আমি অবাক হলাম, কি বলবো বুঝতে পারছিলাম না, মুখে গালি চলে এসেছিলো, কিন্তু অনেক কষ্টে আটকাইলাম, কারণ শ্যালক আমার মাত্র ১২ বছর বয়স।
ওর সাথে তো আর এমন কথা বলতে পারি না, বলিও না। তাছাড়া আমার কথা আবার ওদিকে অনেকেই শুনছে যেহেতু কম্পিউটারের স্পিকারে দেয়া (আমার ওয়াইফ, খালা, আম্মু....)।
একটি কথাই বললাম শেষে: "ওদেরকে চুমা দিয়ে ভারতে পাঠিয়ে দাও"।
আমার কথা শুনে হাসতে হাসতে শেষ সবাই, আমার ওয়াইফ হাসতে হাসতে পরে বললো: এভাবে কতজনকে ভরত পাঠিয়েছ?
আমি বললাম: আমি অবাক হয়ে যাই, এসব মানুষ কিসের তৈরি? কিভাবে ভারতকে বাংলাদেশের বিরুদ্ধে খেলায় সাপোর্ট করে।
এমন কি কেউ আছে? আপনাদের আশেপাশে? আমি তো মরে গেলুম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।