আমাদের কথা খুঁজে নিন

   

সেন্ট্রালিয়া, যুক্তরাষ্ট্র

পরিত্যক্ত শহরগুলোর অধিকাংশের অবস্থানই যুক্তরাষ্ট্রে। আর যুক্তরাষ্ট্রের পেনিসেলভিয়ায় অবস্থিত এই পরিত্যক্ত শহরটির নাম সেন্ট্রালিয়া। মজার ব্যাপার হলো এই শহরটি কেবল পরিত্যক্ত হয়েছে তা নয়, এটিকে মানচিত্র থেকে মুছে ফেলা হয়েছে, এর জিপকোডও তুলে নেওয়া হয়েছে। সবচেয়ে বড় বিষয় এই শহরে প্রবেশের মূল সড়কটিও বন্ধ করে দেওয়া হয়েছে। সাজানো-গোছানো শহরটিতে দুর্যোগের ঘনঘটা নেমে আসে ১৯৬২ সালে।

ওই বছর সেখানে একটি ভয়াবহ অগি্নকাণ্ডের সূত্রপাত হয়, কিছুক্ষণের মধ্যে শহরের কয়লাখনিতেও এই আগুন ছড়িয়ে যায় যা আজ পর্যন্ত জ্বলছে। অনবরত বিভিন্ন জায়গা থেকে গরম বাষ্প এবং হাজার ডিগ্রি তাপ বের হতে থাকে। ফলে শহর থেকে অধিকাংশ লোক বেরিয়ে যেতে বাধ্য হয়। কতিপয় অধিবাসী এমন প্রতিকূল অবস্থার মধ্যেও টিকে থাকার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা সফল হয়নি। শেষ পর্যন্ত শহরটি ঠিকই পরিত্যক্ত হয়ে পড়ে।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.