আমাদের কথা খুঁজে নিন

   

প্রিপইয়াট, ইউক্রেন

পৃথিবীর ইতিহাসে ভয়াবহতম দুর্ঘটনাগুলোর একটি হচ্ছে চেরনোবিল দুর্ঘটনা। আর এই দুর্ঘটনার কারণে আস্ত একটি শহর মৃত শহরে পরিণত হয়েছিল। ইউক্রেনের সেই শহরটির নাম প্রিপইয়াট। কিয়েভ শহর থেকে ১০০ কি.মি দূরে অবস্থিত পরিত্যক্ত এই নগরটিতে বর্তমানে বন্যপ্রাণী ছাড়া আর কিছুই নেই। ১৯৮৬ সাল থেকে এই শহরটি পরিত্যক্ত।

চেরনোবিল ছিল মূলত একটি পরমাণু বিদ্যুৎকেন্দ্র। এর চারপাশের ১৮ দশমিক ৫ মাইল এলাকা বিচ্ছিন্ন অঞ্চল হিসেবে পরিচিত। সরকারিভাবেই এটি স্বীকৃত। এখানকার ধ্বংসস্তূপের পরিত্যক্ত গাড়ি, ট্রাক্টর, ভবন ও ঘরবাড়ি সব আবর্জনায় পরিণত হয়েছে। ধীরে ধীরে এগুলো ঝোঁপঝাড়ে ভরে যাচ্ছে।

সেন্ট্রাল লেনিন স্ট্রিটের অদূরে একটি শ্রেণীকক্ষের নোটিন বোর্ডে লেখা : 'আর ফিরে আসব না, বিদায়। প্রিপইয়াট, এপ্রিল ২৮, ১৯৮৬। ' ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে ৫০ মাইল দূরের এ দৃশ্য। পৃথিবীর উত্তর গোলার্ধে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ পরমাণু দুর্ঘটনাটি ঘটে।

আর পরমাণু দুর্ঘটনার পরিণতি ও ভয়াবহতার বিষয়টি চেরনোবিলের অবস্থা থেকেই অনুমান করা যায়।

এই দুর্ঘটনার কারণে ইউরোপের চারপাশের তিন লাখ অধিবাসী তাদের নিজস্ব বাসস্থান ছেড়ে মানবেতর জীবনযাপন করছে। উপায় নেই। কারণ পারমাণবিক তেজষ্ক্রিয়তা হচ্ছে সেই আগুন, যা কখনোই নেভে না।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.