আমাদের কথা খুঁজে নিন

   

মন কান্দে

আমার মন কান্দে যখন নব্যরাজাকারের লাশ দেখি আমার অন্তর জ্বলে যখন নব্যমুক্তিযোদ্ধারা রক্ত চায় এই বাংলায়; দারুন কষ্ট পাই যখন বঙ্গবীরকে কেউ রাজাকার বলে আমার শিক্ষক যখন অশ্লীল ভাষায় গালি দেয় যখন দেখি গিটার বাদক খুন কামনা করে যখন সমাজের ঘুণ পোকা আসে প্রজন্ম চত্বরে বেহায়ার মতন বুকটা ভেঙে যায় যখন ব্লগে মানুষেরই খুন কামনায় সৃজনশীল কোন মন অশ্রাব্য বাক্যবানে; যখন শান্তি নয় আমরা সবাই গৃহযুদ্ধ সন্ধানে আমার মন কান্দে যখন দেখি গ্রামের সাধরণ কৃষক মোদের খারাপ জানে কি চাই কি পাই ? জানিনা বুঝি না তার কিছুই! আমি কি অনেক খারাপ? রক্ত ঝরাই মাগো; সবুজ ভূমি রক্তে লাল আমার জন্যই হলো? সোনার বাঙলা সবুজ বাংলা শান্তি কোথায় গেলো? শান্তির পায়রা আয় চলে আয় ভোর বুঝি এই হলো।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।