বগুড়ার সারিয়াকান্দি উপজেলা চেয়ারম্যানের অনিয়ম ও দূনীতির অভিযোগ করে তার অফিস কার্যালয়ে তালা ঝুলে দিয়েছে উপজেলা পরিষদের সদস্যরা।
আজ সকালে কার্যালয়ে তালা লাগিয়ে উপজেলা পরিষদের সদস্যরা বেশ কিছুক্ষণ অবস্থান করে।
জানা যায়, সারিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান শাহজাহান আলীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দূর্নীতি ও স্বেচ্ছাচারীতার অভিযোগ করে আসছিল পরিষদের অন্যান্য সদস্যরা। এরই প্রতিবাদে আজ সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্তরে অবস্থিত চেয়ারম্যানের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়।
সারিকান্দি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান একেএম ছাবিজুর রহমান জাকারিয়া জাকির বলেন, চেয়ারম্যানের বিভিন্ন অনিয়ম ও স্বেচ্ছাচারীতার কারণে তার কার্যালয়ে তালা ঝুলে দেওয়া হয়েছে।
এ বিষয়ে কোন বিচার করা না হলে পরবর্তীতে কর্মসূচী গ্রহণ করা হবে।
সারিয়াকান্দি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম উপজেলা চেয়ারম্যানকে বহিস্কার করার জন্য সরকারের নিকট দাবী জানান।
সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান খান চেয়ারম্যানের কার্যালয়ের তালা লাগানোর বিষয়ে সত্যতা স্বীকার করেন।
সারিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী জানান, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি কোন অনিয়ম দূর্নীতি বা স্বেচ্ছাচারীতার সাথে জড়িত নন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।