সামু কি ছিল, আর কি হয়ে গেল !
কাল রাতে বের হয়েছিলাম বাইক আর ছোট একখানা ক্যামেরা নিয়ে, শাহবাগের শেরাটন হোটেল থেকে বনানী, গুলশান, র্যাডিসনের সামনে থেকে এয়ারপোর্ট, আর সেখান থেকে মিরপুর স্টেডিয়াম হয়ে ভোর ৪টায় বাসায়।
মানুষের উন্মাদনা দেখার মত, দল বেধে গাড়িতে বা ভ্যানে সবাই আসছে বিভিন্ন পয়েন্টে, যেখানে যেখানে ছবি তোলার ব্যাবস্থা আছে। শেরাটনের সামনে বা র্যাডিসনের একটু আগে বড় যে ব্যাট রাখা আছে সেখানে অনেক মানুষ, বেশ দূর থেকে ক্যামেরার ফ্ল্যাশ দেখা যায়। মেয়েরাও প্রচুর, অনেক মা ও আসছে। এই এলাকাগুলা দেখলাম সবাই একসাথে মজা করতে বের হয়।
স্বতস্ফুর্ততা বুঝা যায় এখানে।
তবে একটু উলটা অবস্থা মিরপুরের দিকে। আগারগাওতে দেখি পোলাপান কিছু মেয়ে নিয়ে নাচাচ্ছে, ব্যাকগ্রাউন্ডে মুন্নি বদনাম গান আর কোরাসে বাংলাদেশ বাংলাদেশ! নতুন রাস্তাটায় বোতল আর বোতল - সমস্যা নাই কিন্তু ঝামেলা করে যার নাক দিয়ে খেয়ে মুখ দিয়ে ছাড়ে।
মিরপুর স্টেডিয়ামে আরো উতসাহ অবস্থা, মিছিল আর একটু পর পর পুলিশের বাশি।
বিশ্বকাপটা সেরম হবে
ও আচ্ছা এটা তো ফটোব্লগ ভুলেই গেছিলাম।
১। শেরাটন হোটেল -
২। শেরাটনের সামনে -
৩। সোনারগাওয়ের সামনে -
৪। বিজয় স্মরণী -
৫।
জাহাঙ্গীর গেট -
৬। একতা, সবচেয়ে বড় ক্রিকেট ব্যাট -
৭। একতার পাশে আরো কিছু -
৮। এয়ারপোর্টে ঢুকার আগেই নৌকা -
৯। লাইটস, স্পীড থেকে নেয়া -
১০।
পর্ব-২ পরে দিব, অনেক ছবি আছে এমনিতেই। আপাতত আজকের মত আপনাদের আইসক্রীমের দাওয়াত নিচে -
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।