আমরত্বের প্রত্যাশা নেই , নেই কোন দাবি দাওয়া.....! কোন কিছু শেষ করার মধ্যে আলাদা একটা আনন্দ থাকে! জীবনে শেষ বারের মত বিসিএস দিলাম আজ! বয়সটাকে যে ধরে রাখা যাচ্ছে না কোন ভাবেই...! তাই আর এই জীবনে হয়তো বিসিএস দেওয়া হবে না! সেই যে মাস্টার্স পরীক্ষার মাঝে শুরু করেছিলাম,,,আজ তার ইতি টানলাম। আজকের পর বিসিএস নামক বিষয়টা আর মাথায় থাকবেনা। আনন্দ হচ্ছে এই ভেবে যে, বিসিএসটা আমার জন্য নয়! পড়াশোনা না করলেও জীবনে যে কয়টা বিসিএস পেয়েছি সব কয়টিতেই পরীক্ষা দিয়েছি!!! পাশ ফেল বড় কথা নয় অংশ গ্রহণটাই আসল। সেই হিসেবে ১০০ তে ১০০ পেয়েছি!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।