---স্বপ্ন ভঙ্গের কষ্ট, হূদয় ভরে থাক !!
বাংলা বোলের সেই সুবর্ণ চর্চা,
আমের বোলের মৌ মৌ গন্ধে
ডেকেছিনু মা,
হয়তো বার বার হামাগুড়ির উচ্ছ্বলতায়।
ডেকেছিনু মা,
আর ওমনি বুকে নিয়ে মা আমার
ঠোঁটে, তুলতুলে গালে, চোখে মুখে
কত যে আদর করেছিল,
বলতে পারবো না! তখন যে সদ্য হামাগুড়ি আর
মুখের বোলের অদম্য চর্চা।
হয়তো কোলে বসে মায়ের হাটুর দোল খেয়ে খেয়ে
চেয়ে চেয়ে শুনছিলাম,
মায়ের ছড়া করার ঢং, আর তখনিতো হাতে খড়ি আমার
বাংলা বোলের সেই সুবর্ণ চর্চা, মা
তাই তো এই বাংলা ভাষা আমার জীবন মরন।
========================
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।