আসেন দুর্নীতি করি। আর এই দুনিয়াটাকেই খুচাই!
ওরে আমার পরান প্রিয় হারামী
আগে আমারে এইডা ক এই পেপার কেডায় করছে? ব্যাটা কি গান্জ্ঞা না পাইয়া কাঠাল পাতা টানছিলো নাকি বাংলা মনে কইরা স্পিরিট ঢালছিলো? তার উপর খাতা এমনে দেখসে যে মনে হয় নিজের বৌ ভাগানোর বদলা নিতাছে? সিলেবাস তো এমুন করছাও যে নিজেরা একেকখান আইনস্টাইনের নাতী হইয়া পয়দা হইছো!
তোর বাপও যদি স্বর্গ থিকা আইসা কাছা মাইরা এই পেপারখান দিতো তাইলেও পাস করতো না। তোর বাপ তো বাপ, তুইও যদি এই পেপার দেস ন্যুনতম ১০ বার ফেল করতি! পারলে এসির রুমের থিকা বাইর হইয়া দেখা কর .....তোর ভূড়িখান যদি না খসাইছি......
বিনীত নিবেদক
(পাগল পাইছো যে নিজের নাম লিখুম)
ঠ্যাং লেখা:
(মেজাজ বিলা আছে এক্সামের ডেট দিতাছে না আমাগো ডীনে!)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।