আমাদের কথা খুঁজে নিন

   

ইষ্টিশনের রেল গাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা........

কাজ করি সত্তিকারের মানুষের তরে ।

ছোট্টবেলায় নানি-দাদির মূখে শুনতাম " ইষ্টিশনের রেল গাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা " কিন্তু দেশটা যত আধুনিক হচ্ছে অন্তত রেল যোগাযোগের ক্ষেত্রে সেই ছোট্টবেলার শিখা কবিতার লাইনটা বাস্তবতার থেকে তত দূরে চলে যাচ্ছে । প্রায়ই আমাকে জামালপুর থেকে ময়মনসিং আসতে হয় এই রেল করে কেননা বাসে যাতায়েত করার মতো কোন পরিবেশ নেই । ৪৩ কিঃমিঃ রাস্তার জন্যে সময় দিতে হয় ২:৩০ ঘন্টা থেকে ৩:০০ ঘন্টা, আর সাথে শাররীক ব্যায়াম ফ্রি পাওয়া যায় । তাই বাধ্য হয়েই সকলে রেলের উপর র্নিভরশীল ।

আজ ৩:৪৫ ঘটিকার তিস্তা ট্রেনে যাব বলে তিন দিন আগে টিকেট কাটিয়ে রেখেছিলাম । যতা সময়ে ট্রেনের জন্যে আমি ৩:৩০ এর সময় ষ্টেশনে উপস্থিত হই, সময় পেরিয়ে গেলে কর্তব্যরত স্টেশন মাস্টারের সাথে যোগাযোগ করলে জানালেন, কোন খুজ নেই, ট্রেন এলে জানতে পারবেন । আর কি করার আছে, অপেক্ষা করা ছাড়া । অপেক্ষার সময় শেষ করে ট্রেনে চড়ে এখন আমি ময়মনসিং এর কাছাকাছি, রাত বাজে ৯:৩০। এটি প্রায় প্রতি দিনের ঘটনা ।

ট্রেনে বসে ভাবছিলাম আর তখনি সাথে থাকা লেপটপে বসে লিখা । সেই দাদা-দাদি নেই, আর এরি সাথে নেই নেই সেই কবিতার মর্মার্থ "ইস্টিশনের রেল গাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা " ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.