আমাদের কথা খুঁজে নিন

   

আহা..!! আজি এ বসন্তে............

Dream Today,Create Tomorrow........
এলো বসন্ত রঙ্গের দুয়ার খুলো....রঙ্গীন ফেনা হয়ে উড়ছে ভালোবাসাগুলো সবুজ পল্লবীতে লেগেছে আগুন..............এলো রে বসন্ত এলো ফাগুন ছোট্ট রাজকুমারী এলো মায়ের কোলে ... বসন্ত রাজকুমারকে বরণ করবে বলে হাসি মুখে দিয়ে গেলাম ডাক..........বসন্তের সুখ বছরজুড়ে লেগে থাক আহা!!! আজি এ বসন্তে.................. হলদে শাড়ী জড়িয়ে এলো হলুদ পরী...... বসন্তের রং আসে প্রজন্মের হাত ধরে ঘরে ঘরে.... রং-এ রঙ্গীন বাংলা আমার হাজার বছর ধরে আজি বসন্ত সুখ বন্দী নয় আর বসন্তের রং-এ রঙ্গাবো মোরা বিশ্ব দরবার সবুজের বুকে উড়িয়ে দিলাম বসন্তের ফাণুস হাজার রং-এর হাজার চুড়ি বেছে নাও চটজলদি পাবে না কিছুই যদি হয় দেরী সবাই কে আমার পক্ষ থেকে বসন্তের শুভেচ্ছা...............
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।