সাইদীরে চাদে দেখা যাচ্ছে এই তথ্য মোবাইল কোম্পানীর ছড়ানো !! তা না হলে এই ফালতু বিষয় নিয়ে রাতভর এতো কল লেনদেন হচ্ছে কেন? হায়রে ছাগুর দল, মোবাইল কইরা সবাইরে জানাইতাছে, সাইদী ধরা খাইয়া চাদে পালাইছে ! এই ভোর বেলায় একজনে ফোন দিয়া কই, ভাই পাইতাছি না। আমি কই কি পাইতাছো না? চাইদী সাব বলে চাদে, তারে পাইতাছি না। আমি কইলাম তারে পাইয়া কি করবা? ও কইলো বাশের কুঞ্চি দিয়া খোঁচা মারুম, তাই খুজতাছি.
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।