পত্রিকার পাতা থেকে-
ইউপি পে-টু-ইউ’র বিরুদ্ধে চট্টগ্রামের মহানগর হাকিম মোহাম্মদ মাহবুবুর রহমানের আদালতে আরো ২টি মামলা হয়েছে। মামলার বাদী দুইজন মহিলা। গতকাল রোববার এই এমএলএম কোম্পানির ৬ কর্মকর্তার বিরুদ্ধে দায়ের করা মামলাটি বিচারক গ্রহণ করে আসামীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। মামলার বাদী দক্ষিণ মাদারবাড়ি এলাকার আমিন শরীফের মেয়ে মমতাজ বেগম ও খালেদা বেগম জানান, তাদের কাছ থেকে ৪২ হাজার টাকা করে ৮৪ হাজার টাকা গ্রহণ করে আসামীরা। গত ৩০ ডিসেম্বর টাকা দেয়ার কথা থাকলেও টাকা দেননি তারা।
আসামীরা হচ্ছেন-জুয়েল, মাসুদুর রহমান, আজাদ, সাইফুল ইসলাম, মুনতাসির আহমেদ ও হামিদুল হক। দুই মামলাতেই এই ৬ জন আসামী। এর আগে একই আদালতে ওই কোম্পানির বিরুদ্ধে ১৫ লাখ টাকা প্রতারণা ও আত্মসাত মামলা হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।