আমাদের কথা খুঁজে নিন

   

এপেক্স গ্যালারীতে একদিন- লাইভ জোকস

একবার আপনারে চিনতে পারলে রে , যাবে অচেনা রে চেনা

একরকম ছুঁড়ে দিলাম জুতাজোড়াটা এপেক্স গ্যালারীর ম্যানেজারের টেবিলে। - বিক্রির সময় তো খুব বললেন-দু বছরেও কিসসু হবে না। এখন দেখেন অবস্থা।আটমাস ও গেলনা সোল ক্ষয়ে তলা ফেটে দুই ভাগ। ম্যানেজার সাহেব অনেকক্ষণ চুপ করে থেকে জুতাটা উলটে পালটে দেখলেন। বললেন- -আপনি কি করেন, আই মিন আপনার প্রফেশন? -সরকারি চাকরি করি। -বদলী সঙ্ক্রান্ত কোন ঝামেলা চলছে কি? -হুম। তারপর তার স্বভাবসুলভ করপোরেট হাসিটি দিয়ে বললেন-তাহলে তো আমাদের কিছু করার নেই। আমি স্তব্ধ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম, তারপর বললাম - ''কেন সরকারি অফিসারদের জন্য কোন স্পেশাল মডেল ছাড়তে পাড়েন না?'' বলে গটগট করে আর কোন দিকে না তাকিয়ে জুতা জোড়া নিয়ে চলে গেলাম।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।