একবার আপনারে চিনতে পারলে রে , যাবে অচেনা রে চেনা
একরকম ছুঁড়ে দিলাম জুতাজোড়াটা এপেক্স গ্যালারীর ম্যানেজারের টেবিলে।
- বিক্রির সময় তো খুব বললেন-দু বছরেও কিসসু হবে না। এখন দেখেন অবস্থা।আটমাস ও গেলনা সোল ক্ষয়ে তলা ফেটে দুই ভাগ।
ম্যানেজার সাহেব অনেকক্ষণ চুপ করে থেকে জুতাটা উলটে পালটে দেখলেন।
বললেন-
-আপনি কি করেন, আই মিন আপনার প্রফেশন?
-সরকারি চাকরি করি।
-বদলী সঙ্ক্রান্ত কোন ঝামেলা চলছে কি?
-হুম।
তারপর তার স্বভাবসুলভ করপোরেট হাসিটি দিয়ে বললেন-তাহলে তো আমাদের কিছু করার নেই।
আমি স্তব্ধ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম, তারপর বললাম -
''কেন সরকারি অফিসারদের জন্য কোন স্পেশাল মডেল ছাড়তে পাড়েন না?'' বলে গটগট করে আর কোন দিকে না তাকিয়ে জুতা জোড়া নিয়ে চলে গেলাম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।