আমাদের কথা খুঁজে নিন

   

১০৮৩মৃত্যু বিপরীতে এক রেশমার ফিরে আসা

১০৮৩মৃত দেহ উদ্ধার আজ দুপুর অবধি। পচা লাশের গন্ধে মুখরিত চারিদিক। চারপাশে অসংখ্য লোক আজও অপেক্ষার প্রহর গুনচ্ছে প্রিয় জনের লাশের আশায়। মৃত্যের মধ্যে আছে অনেকেই যার বাবা মা বা আত্মায় স্বজন হয়তো জানেই না তার সন্তান আর নেই। অপেক্ষা করছে হয়তো দেশের কোন এক গ্রামের কুড়ে ঘরে যার কানে হয়তো এখনও পৌছায়নি বিল্ডিং ধসে পড়ার খবর।

হয়তোবা জানে না তার প্রিয় সন্তানটি কোথায় কিভাবে কাজ করে। মাসে মাসে হয়তো কিছু টাকা পাঠায় কারো মাধ্যমে অথবা বছরে ২/৪বার বাড়িতে যায় সে নিজেই নাড়ির টানে। সে সব সন্তানহারা মায়েরা সারা জীবন আশায় থাকবে। গতকাল রেশমার নিউজটি দেখে বেশ আনন্দিত হয়েছিলাম নিউজ দেখে যে সাভারের রানা প্লাজার বেজমেন্ট থেকে ১৭দিন পর রেশমাকে উদ্ধার। পরবর্তীতে যদিও বহুরকম গুঞ্জন শুরু হয়েছে যা নিয়ে আমার কোন মাথা ব্যথা নেই।

ঘটনা যাই হউক না কেন আমাদের ১০৮৩জন মৃতের শোকের ছায়া ভুলিয়ে আনন্দিত করে তুলেছে সকলকে। প্রায় সকল পত্রিকা মৃতের সংখ্যার পরিবর্তের রেশমা নিয়ে এখন ব্যস্ত। এতটাই ব্যস্ত যে খোদ নাস্তিকেরা পর্যন্ত রাখে আল্লাহ মারে কে শব্দে উজ্জিবিত হতে শুরু করেছেন। আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত নাস্তিককেরাও যখন আল্লাহর শুকরিয়া আদায় করেন শুনে। হাজার প্রাণের বিপরীতে একটি প্রাণ আমাদের কাছে অনেক গৌরবের আজ।

শোকার্ত হৃদয়কে আনন্দিত করে তুলেছে।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.