আমাদের কথা খুঁজে নিন

   

Story about Four people



Everybody-Somebody-Anybody-Nobody An important task was to be done. Everybody was sure somebody would do it. Anybody could have done it, but nobody did it. Somebody got angry about that because it was everybody’s job. Everybody thought anybody could do it, But nobody realized that everybody would not do it. It ended up that everybody blamed somebody when actually nobody asked any body.  বর্তমান সময়ের অনেক কিছুর সাথে উপরের কথাগুলো মিলে যায় তাই লিখলাম. যেমন ধরেন, শেয়ার মার্কেট: এই শেয়ার মার্কেট নিয়ে যেসব ঘটনা ঘটল তা নিয়ে আশরাফুল সাহেব থেকে শুরু করে হানিফ, টুকু, এবং মিডিয়ার সামনে সুযোগ পেলে সব নেতা গণ কথা বলেছেন, অর্থমন্ত্রীর গালভরা হাসি মুখের কথা গুলো না হয় বাদ ই দিলাম, শেষ পর্যন্ত লোটাস কামাল সাহেব ও একটা বোমা ফাটালেন, আবার অর্থমন্ত্রী বেধে দেওয়া সময়ের মধ্যে বাজার এ শেয়ার ছাড়তে না পারলে কয়েক জনকে পদত্যাগ করতে বলেছেন, ভাবটা এমন যেন শেয়ার মার্কেট এ সব অঘটন এর জন্য ও তারা দায়ী, কিন্তু জনগণ কাকে কাকে পদত্যাগ করতে বলছেন তা মিডিয়া তে অনেক প্রচার হয়েছে তাই আমি না হয় নাই বললাম. ভাগ্য ভালো এখন পর্যন্ত জনৈক প্রবাসী কলাম লেখক এই বিষয় এ এখনো কলম ধরেন নাই, ধরলে হয়ত অনেক মৃত বাক্তির রেফেরান্চে দিয়া বড় করে কলাম লিখে ফেলতেন. মাননীয় প্রধানমন্ত্রী সংসদ এ বললেন এর জন্য বি এন প দায়ী, বেশ ভালো কথা তাহলে ইব্রাহিম খালেদ কিসের তদন্ত করছেন ? ইব্রাহিম খালেদ সাহেবের একটা কলাম পড়েছিলাম কয়েকদিন আগে, তখন মনে হয়েছিল এই ভদ্র লোক আসল ঘটনা জানেন এবং এইবার কাজ হবে, ওমা কমিটি গঠনের কয়েক দিন পর পত্রিকায় দেখি উনি জনগনকে আহবান জানিয়েছেন শেয়ার মার্কেট এর কেলেঙ্কারির বিষয় এ তথ্য দেওয়ার জন্য (কেমন লাগে কন) বিও একাউন্ট, c d b L এর সার্ভার মনে হচ্ছে জনগনের কাছে. আমার এক বন্ধু কয়েক দিন আগে আমাকে বলল দোস্ত তুই ইদানিং খুব বেশি উচিত কথা বলিস, দেশ প্রেমিক লীগ এর পাল্লায় পড়লে তর খবর আছে. আমি তাকে জিজ্ঞাসা করলাম কন দেশের প্রেমিক আমাদের দেশ নাকি পার্শবর্তী কোনো দেশ? দোস্ত রাগ হয়ে বলল যা বেডা তর লগে কতা ই কমু না.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।